প্রথম পাতা

নীরবে সার্বিয়া বধের প্রস্তুতি নিচ্ছে ব্রাজিল

স্পোর্টস রিপোর্টার, মস্কো (রাশিয়া) থেকে

২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:২৮ পূর্বাহ্ন

মস্কো থেকে প্রায় ১৭’শ কিলোমিটার দূরে সোচিতে বেজ ক্যাম্প গড়েছে ব্রাজিল। ভিন্ন ভিন্ন ভেন্যুতে ম্যাচ শেষে পাঁচবারের বিশ্ব  চ্যাম্পিয়নদের গন্তব্য থাকে সোচি। মস্কো থেকে দূরত্ব বেশি হওয়াতে ব্রাজিল দলের খবর খুব একটা নেয়া সম্ভব হচ্ছে না সারাবিশ্ব থেকে রাশিয়ায় আগত গণমাধ্যম কর্মীদর। মস্কো, সেন্ট পিটার্সবার্গ, কিংবা নিজনি নভগোরদেও ব্রাজিল সাংবাদিকদের খুব দেখা মেলে না। আর সার্বিয়ার মুখোমুখি হওয়ার আগে রোববার রুদ্ধদ্বার অনুশীলন করে ব্রাজিল দল। সার্বিয়া ম্যাচের আগে নেতিবাচক খবরেরও শিরোনাম হচ্ছেন সেলেকাওরা। আর্জেন্টিনা, জার্মানির পর কোন্দল দানা বেঁধেছে ব্রাজিল শিবিরেও। এরইমধ্যে সংবাদের শিরোনাম হয়েছেন নেইমার ও অধিনায়ক থিয়াগো সিলভা। সিলভাতো সরাসরিই বলেছেন, নেইমার তাকে অপমান করেছেন। নেইমারের অতি আবেগ নিয়ে সমালোচনা করেছে সেদেশের সংবাদ মাধ্যম। এরইমধ্যে ব্রাজিল ফুটবল ফেডারেশন নেইমারের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী তারকা রোনাল্ডো নাজারিও ডি লিমাকে।

নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টারিকাকে ম্যাচের যোগ করা সময়ের দুই গোলে হারিয়ে নিজেদের বিশ্বকাপ আশা বাঁচিয়ে রেখেছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। পুরো ম্যাচ ভালো খেলেও গোলের জন্য ব্রাজিলের অপেক্ষা করতে হয়েছে ৯১ মিনিট পর্যন্ত। শেষ পর্যন্ত কুটিনহো ও নেইমারের গোলে জয় নিশ্চিত করে সেলেকাওরা। জিতলেও বিতর্কের জন্ম দিয়েছেন নেইমার। অধিনায়ক থিয়াগো সিলভাকে মাঠে অপমান করে নতুন বির্তকের জন্ম দিয়েছেন এ ব্রাজিলিয়ান সুপার স্টার। সিলভা বলেন, ‘আমার কাছে সে (নেইমার) ছোট ভাইয়ের মতো এবং সবসময় আমি তার খেয়াল রাখার চেষ্টা করি। কিন্তু আজকে আমি কষ্ট অনুভব করছি কারণ আমি যখন কোস্টারিকার কাছে বল ফেরত দিই, তখন সে আমাকে অপমান করেছে। আমি তার এমন আচরণে খুবই কষ্ট পেয়েছি এবং এটা আমি তাকে পরে বলেছি।’ নেইমার সিলভার বিরোধ নিরসনে এরইমধ্যে ২০০২ সালের বিশ্বকাপ জয়ী তারকা রোনাল্ডো ডি লিমা অনুশীলন শিবিরে হাজির হয়ে দলকে উৎসাহ দেয়ার চেষ্টা করছেন। বিশেষ করে নেইমারকে বোঝাতে চেষ্টা করছেন, বিশ্বকাপ কোনো আবেগের জায়গা না। এখানে মাথা ঠাণ্ডা রেখে সব চাপকে পাশ কাটিয়ে নিজের সেরাটা দিতে হবে।

সার্বিয়া ম্যাচের আগে গতকাল সোচিতে রুদ্ধদ্বার অনুশীলন সেড়েছে ব্রাজিল। তাইতো কোচ লিওনার্দো বাচ্চি তিতের সার্বিয়া ম্যাচের পরিকল্পনাও জানতে পারেনি সংবাদমাধ্যম। আগের দুই ম্যাচের একাদশ ফাঁস হওয়ার কারণেই সার্বিয়া ম্যাচের শুরুর একাদশ নিয়ে এত সতর্ক তিতে। তবে, ধারণা করা হচ্ছে প্রি-কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করতেই সব ধরনের ছক কষছেন ব্রাজিলিয়ান কোচ। আগামীকাল মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১২টায় ‘ই’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এই ম্যাচে হারলে বিদায় ঘণ্টা বেজে যাবে পাঁচ বারের চ্যাম্পিয়নদের। তবে, জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবেই নকআউট পর্বের টিকিট পাবে নেইমাররা। ড্র করলে আশা থাকবে। গ্রুপ চ্যাম্পিয়ন হলে প্রি-কোয়ার্টার ফাইনালে জার্মানির মুখে পড়তে পারে ব্রাজিল। সেক্ষেত্রে শেষ ষোলোতেই বিদায় ঘণ্টা বেজে যাবে বর্তমান চ্যাম্পিয়ন জামার্নির কিংবা পাঁচ বারের চ্যাম্পিয়ন ব্রাজিলের। প্রি-কোয়ার্টার ফাইনালে উঠার সুযোগ আছে সার্বিয়ারও। কোস্টারিকাকে হারিয়ে তিন পয়েন্ট ঝুলিতে আছে তাদের।  ব্রাজিলকে হারাতে পারলে দ্বিতীয় দল হিসেবে তারাই চলে যাবে প্রি-কোয়ার্টার ফাইনালে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status