দেশ বিদেশ

রিয়াদে ফের ক্ষেপণাস্ত্র ছুড়েছে হুতি বিদ্রোহীরা

মানবজমিন ডেস্ক

২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:০৮ পূর্বাহ্ন

আবারো সৌদি আরবের রাজধানী রিয়াদে দুইটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে এগুলো রিয়াদে লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই তা রুখে দিয়েছে সৌদি আরব। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, রোববার রিয়াদে অন্তত ছয়টি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের সময় আকাশে কয়েকবার উজ্জ্বল আলোর ঝলকানি দেখা গেছে। বিস্ফোরণের পর সেখানকার কূটনীতিক এলাকার রাস্তায় ক্ষেপণাস্ত্রের টুকরার অংশ পড়ে থাকতে দেখা যায়। এই অঞ্চলটিতে অনেকগুলো দেশের দূতাবাস ও বিদেশিদের বসবাস রয়েছে। সৌদি কর্তৃপক্ষ বলেছে, এ ঘটনায় রিয়াদে কোনো ক্ষতি হয় নি। যুক্তরাষ্ট্রের তৈরি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের সাহায্যে সৌদি আরবের বিমানবাহিনী হুতিদের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করতে সক্ষম হয়।

সৌদি আরবের নেতৃত্বাধীন জোটের মুখপাত্র কর্নেল তুর্কি আল মালিকি বলেন, যুক্তরাষ্ট্রের কূটনীতিক মিশনের কাছে একটি স্কুলে ক্ষেপণাস্ত্রের টুকরা পড়ে। এতে নিকটবর্তী একটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়।
হুদেইদাহ অঞ্চলে হুতি বিদ্রোহীদের সঙ্গে সৌদি বিদ্রোহীদের লড়াই শুরু হওয়ার পর এই প্রথম রিয়াদে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করলো হুতিরা। গত ১২ই জুন সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সবচেয়ে বড় বন্দর শহর হুদেইদাহের নিয়ন্ত্রণ নেয়ার লক্ষ্যে হুতি বাহিনীর বিরুদ্ধে ব্যাপক অভিযান শুরু করে।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status