শেষের পাতা

সড়ক দুর্ঘটনা রোধে প্রধানমন্ত্রীর নির্দেশনা

স্টাফ রিপোর্টার

২৬ জুন ২০১৮, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

দূরপাল্লার চালকদের যেন একটানা পাঁচ ঘণ্টার বেশি গাড়ি চালাতে না হয় সেজন্য বিকল্প চালক রাখার নির্দেশনা  দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া সড়কের পাশে বিশ্রামাগার তৈরি, সিগন্যাল মেনে চলা, অনিয়মতান্ত্রিক রাস্তা পারাপার বন্ধ, সিট বেল্ট বাঁধা এবং চালক ও তার সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করার নির্দেশনা দিয়েছেন তিনি। সামপ্রতিক সময়ে সড়ক দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী এসব নির্দেশনা দেন। মন্ত্রিসভা বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানান মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম। তিনি সাংবাদিকদের বলেন, মন্ত্রিসভা বৈঠকে সড়ক পরিবহন ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হয়েছে। গুরুত্বপূর্ণ বিষয় হলো সড়কে দুর্ঘটনা কমানোর জন্য প্রধানমন্ত্রী কয়েকটি সুনির্দিষ্ট নির্দেশনা দিয়েছেন। ঈদের ছুটি শেষে ফিরতিযাত্রার গত ২৩শে জুন ১২ জেলায় সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়। আর গাইবান্ধা থেকে ট্রাকে করে হবিগঞ্জে যাওয়ার পথে সোমবার সকালে টাঙ্গাইলে দুর্ঘটনায় পড়ে প্রাণ গেছে আরো পাঁচজনের। এমন প্রেক্ষাপটে প্রধানমন্ত্রী যেসব নির্দেশনা দিয়েছেন তার মধ্যে রয়েছে গাড়ির চালক ও তার সহকারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা, লং ড্রাইভের সময় বিকল্প চালক রাখা, যাতে পাঁচ ঘণ্টার বেশি কোনো চালককে একটানা দূরপাল্লায় গাড়ি চালাতে না হয়, নির্দিষ্ট দূরত্ব পর পর সড়কের পাশে সার্ভিস সেন্টার বা বিশ্রামাগার তৈরি, অনিয়মতান্ত্রিকভাবে রাস্তা পারাপার বন্ধ করা, সড়কে সবাই যাতে সিগন্যাল মেনে চলে- তা নিশ্চিত করা, পথচারী পারাপারে জেব্রা ক্রসিং ব্যবহার নিশ্চিত করা এবং চালক ও যাত্রীদের সিটবেল্ট বাঁধার বিষয়টি নিশ্চিত করা। কেন এসব নির্দেশনা- সেই প্রশ্নে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ঈদের পর বেশকিছু মানুষ মারা যাওয়ার বিষয়টি নিয়ে মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হয়। আমরা যখন (ক্যাবিনেট) মিটিং শুরু করি তখন টাঙ্গাইলে পাঁচজন মারা গেছে। শফিউল আলম বলেন, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের মন্ত্রী ওবায়দুল কাদের, নৌমন্ত্রী শাজাহান খান এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মাঝে মধ্যে বসে বিষয়টি নিবিড়ভাবে পরিবীক্ষণ করতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। এটা তাদের নিয়মিত দায়িত্বের মধ্যেই আছে। সিটবেল্ট না বাঁধায় দুর্ঘটনায় মৃত্যু বাড়ছে জানিয়ে শফিউল আলম বলেন, মিশুক মনিরের ঘটনা বিশ্লেষণ করে দেখা গেছে তিনি গাড়ির সামনে সিট বেল্ট ছাড়া বসেছিলেন। সড়ক দুর্ঘটনা ঠেকাতে এ সংক্রান্ত আইন আরো কঠোর করা হচ্ছে জানিয়ে শফিউল আলম বলেন, আইনটি এখনো পাস হয়নি, ভেটিংয়ের জন্য আইন মন্ত্রণালয়ে আছে, দ্রুততার সঙ্গে নিষ্পত্তি করা হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status