অনলাইন

বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়...

ফরিদগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

২৫ জুন ২০১৮, সোমবার, ৩:৪২ পূর্বাহ্ন

চাঁদপুরের ফরিদগঞ্জে পরকীয়া প্রেমের বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকা, তার মা ও বোনকে এলোপাথাড়ি কুপিয়েছে প্রেমিক মোহাম্মদ আব্দুল্লাহ। আশংকাজনক অবস্থায় আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতরা হলেন প্রেমিকা শিউলি, তার ছোট বোন রহিমা আক্তার রিয়া ও মা খাদিজা বেগম। গতকাল রোববার সন্ধ্যার পর উপজেলার চরমথুরা গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আব্দুল্লাহকে এলাকাবাসী আটক করে থানা পুলিশের হাতে তুলে দিয়েছে। প্রেমিকার বাবা আব্দুর জব্বার বাদী হয়ে ফরিদগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। আজ সোমবার সকালে আব্দুল্লাহকে কোর্টে প্রেরণ করেছে পুলিশ।
পুলিশ ও এলাকাবাসী জানিয়েছেন, ঘটনার সময় আচমকা আব্দুর জব্বারের ঘরে ঢুকে পড়েন আব্দুল্লাহ (৪০)। এ সময় তার হাতে থাকা একটি ধারালো দা দিয়ে শিউলি আক্তার (২৪), তার নবম শ্রেণিতে পড়–য়া ছোট বোন রহিমা আক্তার রিয়া (২৪) ও মা খাদিজা বেগমকে (৪২) এলাপাথাড়ি কোপাতে থাকে। এ সময় তাদের ঘরে কোনো পুরুষ ছিলো না। ডাকচিৎকার শুনে আশেপাশের লোকজন ছুেট গিয়ে আব্দুল্লাহকে ধরে ফেলে।
খবর পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আব্দুল্লাহকে হেফাজতে নেয়। লোকজন আহতদের ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের চাঁদপুর জেলা সদর হাসপাতালে রেফার করেন। সেখানে তাদের অবস্থার অবনতি দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের শারীরিক অবস্থা আশংকাজনক।
জানা গেছে, উপজেলার ষোলদানা গ্রামের কালু বেপারীর ছেলে আব্দুল্লাহ প্রায় ১৬ বছর পূর্বে পার্শ্ববর্তী বাড়িতে বিয়ে করেন। তার সংসারে স্ত্রী অজুফা বেগম ও মিরাজ নামে একজন ছেলে সন্তান রয়েছে। বিয়ের তিন বছর পর তিনি সৌদি আরব যান। সেখানে থাকাকালীন বিবাহিতা শিউলি বেগমের সাথে আলাপ হয়। প্রায় ৫ বছর যাবত এ প্রেম চলতে থাকাবস্থায় ১৩ বছর পর গত কয়েকদিন দিন পূর্বে তিনি দেশে ফেরেন। গত তিনদিন পূর্বে শিউলির বাড়ি যান ও বিয়ের প্রস্তাব দেন। আব্দুল্লাহর ঘরে স্ত্রী, সন্তান থাকায় শিউলির পরিবার বিয়েতে রাজি হননি। এর জের ধরে ক্ষিপ্ত আব্দুল্লাহ ফরিদগঞ্জ বাজার থেকে একটি নতুন দা কেনেন। এরপর একটি অটেরিক্সাযোগে শিউলির বাড়ি গিয়ে তাকে, বোন ও মাকে এলাপাথাড়ি কুপিয়ে আহত করেন।
এদিকে পুলিশ হেফাজতে থেকে আব্দুল্লাহ অভিযোগ করে বলেন, শিউলির সাথে গত ৫ বছর আগে মোবাইল ফোনের মাধ্যমে প্রেমের স¤পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে শিউলি ও তার পরিবার আমার কাছ থেকে ৩০ লাখ টাকা আত্মসাত করেছে। টাকা লেনদেনের প্রমান আছে আমার কাছে।
এদিকে আব্দুল্লাহর প্রথম স্ত্রীর বড় ভাই ইউপি সদস্য মোঃ মোস্তফাবলেন, আব্দুল্লাহ একজন লম্পট। সে আমাদের টাকায় বিদেশ গিয়ে আমার বোন ও ভাগিনার ভরণ পোষনের জন্য প্রয়োজনীয় অর্থকড়ি দেয়নি। উল্টো টাকা পয়সা চাইলে আমার বোনকে মানসিক নির্যাতন করেছে। বিদেশ থেকে ফিরে আমার বোনকে কয়েকবার পিটিয়েছে।
এ ব্যপারে ফরিদগঞ্জ থানা পুলিশের ইনস্পেক্টর (তদন্ত) রাজিব কুমার দাস বলেছেন, এ ঘটনায় ফরিদগঞ্জ থানায় একটি হত্যা চেষ্টা মামলা হয়েছে। পরবর্তীতে অধিকতর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status