বাংলাদেশ কর্নার

ব্রাজিলের উপদেষ্টা হলেন রোনাল্ডো

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০১৮, সোমবার, ১:২১ পূর্বাহ্ন

এর আগে আর্জেন্টিনা দলের অনুশীলনে ফুটবলারদের সঙ্গে দেখা করতে চেয়েও অনুমতি পাননি দেশটির কিংবদন্তি ফুটবলার ডিয়েগো ম্যারাডোনা। অন্যদিকে উল্টো চিত্র ব্রাজিল শিবিরে। গতকাল ব্রাজিলের সাবেক ফুটবলার রোনাল্ডো ডি লিমাকে দলের উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়ে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। এবারের বিশ্বকাপে অন্যতম ফেভারিট ব্রাজিল। এ দলটাকে বলা হচ্ছে গত কয়েক বিশ্বকাপের মধ্যে ব্রাজিলের সেরা দল। দলের সব পজিশনে রয়েছে বিশ্বমানের ফুটবলার। কিন্তু বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি নেইমার-কুটিনহোদের। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে সুইজারল্যান্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে কোস্টারিকার বিপক্ষে ২-০ গোলে জয় পেলেও গোল দুটি করে ম্যাচের যোগ করা সময়ে। তাই দলকে অনুপ্রাণিত করতে রোনাল্ডোকে নিয়োগ দিয়েছে সিবিএফ। পুরো বিশ্বকাপ জুড়ে ব্রাজিল দলের সঙ্গে বিশেষ করে নেইমারের উপদেষ্টা হিসেবে কাজ করবেন ২০০২ আসরে ব্রাজিলের বিশ্বকাপ জয়ের নায়ক। এ নিয়ে এক সাক্ষাৎকারে রোনালদো বলেন, নেইমার বড় একটা ইনজুরি কাটিয়ে এসেছে। সে এখনো নিজের সেরা ছন্দে ফেরার চেষ্টা করে যাচ্ছে। আমার মনে হয়, কোস্টারিকার বিপক্ষে গোলটা পরবর্তী ম্যাচগুলোতে তার আত্মবিশ্বাস আরো বাড়াতে সাহায্য করবে। নেইমার অনুশীলনে সব কিছুই করছে। ড্রিবলিং, রানিং, ট্যাকলিং এমনকি ডিফেন্সিংও করছে। কোস্টারিকার বিপক্ষের গোলটা তার জন্য টনিকের মতো কাজ করবে। ১৯৯৮ সালের বিশ্বকাপে হয়েছিল রানার্সআপ হয়েছিল ব্রাজিল। সেবারও সেলেকাওদের হয়ে দুর্দান্ত খেলেছিলেন রোনালদো। বিশ্বকাপে ভালো করার মন্ত্র তার ভালোই জানা। ব্রাজিল গণমাধ্যমের খবর মতে, রোনালদো গতকাল থেকেই ব্রাজিলের অনুশীলন ক্যাম্পে যাচ্ছেন। খেলোয়াড়দের সঙ্গে কথা বলছেন। বিশেষ করে দলের সেরা তারকা নেইমারকে বিশ্বকাপের জন্য আরো উপযুক্ত করার চেষ্টা করে যাচ্ছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status