বিনোদন

ঢাকায় ‘পোড়ামন টু’-এর সেল বেড়েছে

স্টাফ রিপোর্টার

২৫ জুন ২০১৮, সোমবার, ১২:৫৯ অপরাহ্ন

প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া যৌথ প্রযোজনার পাশাপাশি বেশকিছু দেশীয় ছবি দর্শকদের উপহার দিয়েছে। এবার ঈদে সবচেয়ে কম হলে মুক্তি পেয়েছিল তাদের একটি ছবি। ছবির নাম ‘পোড়ামন টু’। সিয়াম ও পূজা অভিনীত এ ছবিটি মুক্তি পাওয়ার পর থেকেই দর্শকরা সিনেমা হলে ভিড় জমিয়েছেন। বিশেষ করে ঢাকার নিউ মার্কেট-নীলক্ষেত এলাকার ‘বলাকা’ সিনেমা হলে প্রথম ৭ দিনে এ ছবির টিকিট বিক্রি হয়েছে ২৮ লাখ ৩২ হাজার ২৬৮ টাকা। এ সিনেমা হলের ম্যানেজার শাহীন জানান, ‘পোড়ামন টু’ ছবিটি দর্শক বেশ পছন্দ করেছেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, ইডেন কলেজ, বুয়েট, ঢামেক, টিটিসি কলেজসহ বিভিন্ন জায়গা থেকে এসে দর্শকরা ছবিটি দেখেছেন। অনেক শো হাউজফুল পেয়েছি। ঈদের দিন থেকে সেল বাড়তে থাকে। এটাকে তিনি রীতিমতো ‘রেকর্ড’ হিসেবে দাবি করেছেন। ঢাকার অন্যান্য সিনেমা হলের খবর জানতে চাইলে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ৭ দিনে এত টাকার ব্যবসা আর কোনো ছবি এবার ঈদে করেনি। বাংলাদেশের ছবি হিসেবে এই ছবি বেশি ব্যবসা করেছে। বিশেষ করে ঢাকার স্টার সিনেপ্লেক্সে প্রতিদিন দুটি শো ছিল। ৭ দিনে ৯ লাখ ৭৭ হাজার ১৫০ টাকার টিকিট সেল হয়েছে। আর রাজধানীর ব্লকবাস্টারে ৩৫ লাখ ২৮ হাজার, শ্যামলীতে ১৪ লাখ ৫৯ হাজার ৯৫০ টাকা, গাজীপুরের বর্ষায় ৪ লাখ ৫০ হাজার ৪৫০ টাকার টিকিট প্রথম ৭ দিনে বিক্রয় হয়েছে। ঢাকায় ‘পোড়ামন টু’-এর সেল বেড়েই চলেছে। ব্যবসার দিক নিয়ে আমি ছবিটি নিয়ে বেশ আশাবাদী। ‘পোড়ামন টু’ ছবির পরিচালক রায়হান রাফী। বাংলাদেশে মোট ২৩ সিনেমা হলে চলছে ‘পোড়ামন টু’ ছবিটি। প্রযোজনা প্রতিষ্ঠান জাজ সূত্রে জানা গেছে, ২৯শে জুন অর্থাৎ তৃতীয় সপ্তাহ থেকে সিনেমা হলের সংখ্যা দ্বিগুণ হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status