অনলাইন

মেসির জন্মদিনে পশ্চিমবঙ্গের গ্রামে ধুমধাম আয়োজন

কলকাতা প্রতিনিধি

২৫ জুন ২০১৮, সোমবার, ১১:৫৫ পূর্বাহ্ন

বিশ্ব ফুটবলের প্রতিযোগিতায় ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি খানিকটা দুঃসময়ে থাকলেও মেসি ভক্তরা মনে করছেন তিনি এই অবস্থা কাটিয়ে উঠতে সমর্থ হবেন। তবে রবিবার মেসির জন্মদিনে সারা বিশ্বের নানা জায়গায় হয়েছে নানা অনুষ্ঠান। আর্জেন্টিনার রোজারিওর সন্তান মেসির ৩১ বছরে পা দেওয়া উপলক্ষ্যে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা জেলার এক নি¤œবিত্ত পরিবারে মহা ধুমধাম করে পালিত হযেছে জন্মদিনটি। মেসি ভক্ত শিবে পাত্রের বাড়িতে মেসির জন্মদিন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানটি দেখে মনে হয়েছে বাড়ির ছেলেরই জন্মদিন পালিত হচ্ছে। মেসির অনুপস্থিতিতে তার ছবির সামনে সাজিয়ে দেয়া হয়েছিল নানা পদের খাবার। হয়েছে পূজো পাঠ। পুরোহিত ডেকে ফুল-মালা-ধূপ ধুনোয় মেসির বন্দনা হয়েছে। সঙ্গে ছিল নানা ধরণের মিষ্টির নানা আয়োজন। কেক ছাড়া জন্মদিন পালন করা যেন অসম্ভব ব্যাপার। আর তাই ৩১ পাউন্ডের কেক কেটে সেলিব্রেট করা হয়েছে ফুটবলের রাজপুত্র মেসির জন্মদিনটি। আর সেই কেক বিতরণ করা হয়েছে আত্মীয় পরিজন সহ প্রতিবেশিদের মাঝে। জন্মদিন পালনে আগত সাধারণ মানুষকে দেয়া হয়েছে খাবারের প্যাকেট। আর অতিথিদের আপ্যায়িত করা হয়েছে লুচি ও আলুরদমের পাশাপাশি মিষ্টি দিয়ে। পাত্র পরিবারের কর্তা ১০ নম্বর লেখা আর্জেন্টিনার একশ জারসি উপহার হিসেবে তুলে দিয়েছেন শিশু ও কিশোরদের।  মেসির অন্ধ ভক্ত শিবে পাত্র বলেছেন, ২০১২ সাল থেকে তিনি ও তার পরিবার মেসির জন্মদিন পালন করে আসছেন। শিবে পাত্রের পরিবারের সকলে মনে করেন, এই দিনটি তাদের পরিবারের একজনের জন্মদিন বলেই তারা মনে করেন। সেইমত আরাধনা করা হয়। পাত্র পরিবার জানাচ্ছেন, চাপ কাটিয়ে মেসি ঠিক অগ্নিপরীক্ষায় পাশ করে যাবেন। এদিন বাড়ির নীচে শিবে পাত্রে চায়ের দোকানে বিনে পয়সায় চা দেয়া হয়েছে সকলকে। শুধু মেসির জন্যই এই আয়োজনে কোনো কমতি রাখেন নি পাত্র পরিবার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status