ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

‘নিষ্ঠুর ডাকাতির শিকার সার্বিয়া’

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০১৮, সোমবার, ১০:০৭ পূর্বাহ্ন

নিষ্ঠুর ডাকাতির শিকার হয়েছি আমরা-সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ নিয়ে এমন মন্তব্য সার্বিয়া ফুটবল ফেডারেশনের প্রধান স্লাভিসা কোকেজার। শুক্রবার সুইজারল্যান্ডের কাছে ২-১ গোলে হার দেখে সার্বিয়া। আর গতকাল কোকেজা বলেন, ম্যাচের অফিসিয়ালরা আমাদের বিরুদ্ধে কাজ করেছেন। আমরা নিষ্ঠুর ডাকাতির শিকার। আমরা ফিফার কাছে আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়েছি। শুক্রবার ম্যাচে গোল আদায় শেষে সুইজারল্যান্ডের দুই অভিবাসী ফুটবলার জাকা ও শাকিরি আলবেনিয়ার জাতীয় প্রতীক জোড়া ঈগলের ছবি আঁকেন দু’হাত বুকের কাছে উঁচিয়ে। আলবেনিয়াস্থ কসোভো বংশোদ্ভূত খেলোয়ার জারদান শাকিরির এক পায়ের বুটে আঁকা ছিল কসোভোর জাতীয় পতাকা। এ নিয়ে সার্বিয়ার ফুটবল প্রধান কোকেজা বলেন, তারা (জাকা-শাকিরি) ফিফার বিধি লঙ্ঘন করেছে। দেখি তাদের বিরুদ্ধে ফিফা কী ব্যবস্থা নেয়।
এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে এগিয়ে থেকেও সুইজারল্যান্ডের কাছে হার দেখে সার্বিয়া। চলতি আসরে আগে গোল নিয়ে কোনো দলে হারের প্রথম ঘটনা এটি। আর ম্যাচে সার্বিয়ার খেলোয়াড়রা একাধিকবার বাজে ট্যাকলের শিকার হয়েও রেফারির কোনো সাড়া পাননি বলে অভিযোগ করেন দলটির মিডফিল্ডার নিমানিয়া মাতিচ। এ ম্যাচে রেফারির সিদ্ধান্তকে ‘দুর্যোগ’ বলে অভহিত করেছেন তিনি। এদিন ম্যাচের শেষের দিকে সার্বিয়ার ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রভিচকে প্রতিপক্ষের ডি-বক্সে বাজে ট্যাকল করলেও উল্টো সুইজারল্যান্ডের পক্ষে ফ্রি-কিক দেন রেফারি। এ নিয়ে ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার মাতিচ বলেন, এ ম্যাচে রেফারির সিদ্ধান্ত ছিল অনেকটা দুর্যোগের মতো। আমাদের খেলোয়াড়রা অধিকাংশ সময় বাজে ট্যাকলের শিকার হয়েছেন কিন্তু আমরা তার (রেফারি) কাছ থেকে কোনো সাড়া পাইনি। উল্টো আমাদের কার্ড দেখিয়েছেন তিনি। এমনকি একবারের জন্যও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তা নেননি। ম্যাচ হারায় আমরা খুবই দুঃখিত। আমরা আমাদের সেরাটা দিয়ে খেলেছি। কিন্তু দুটি গোলই বাজেভাবে হজম করেছি আমরা। তবে আশা করছি সামনের ম্যাচে এ সমস্যাগুলো উৎরাতে পারবো। আগামী ২৭শে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে ব্রাজিলের মুখোমুখি হবে সার্বিয়া। অবশ্য এ ম্যাচে জয় পেলে সাবিয়ার সুযোগ থাকছে পরবর্তী রাউন্ডে খেলার। এ নিয়ে মাতিচ বলেন, ব্রাজিলের বিপক্ষে খেলাটা আমাদের জন্য সহজ হবে না। সবাই জানে পৃথিবীর অন্যতম সেরা দলগুলোর একটি ব্রাজিল। তাই এ ম্যাচে জয় পাওয়াটা আমাদের জন্য অনেকটাই কঠিন হবে। তবে ফুটবলে যেকোনো কিছুই সম্ভব। এদিকে ব্রাজিলের বিপক্ষে জয় পাওয়া নিয়ে আত্মবিশ্বাসী সার্বিয়ান অধিনায়ক আলেকজান্ডার কোলারভ। তিনি বলেন, এ ম্যাচে যে করেই হোক আমাদের তিন পয়েন্ট পেতে হবে। দলের খেলোয়াড়রা এ ম্যাচের জয়ের ব্যাপারে যথেষ্ট আত্মবিশ্বাসী। আমরা জানি এটা আমাদের জন্য সহজ হবে না। তবে এ নিয়ে আমাদের নিজেদের উপর যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status