দেশ বিদেশ

রাজধানীতে চোরাই মোটরসাইকেল-অস্ত্রসহ গ্রেপ্তার ৯

স্টাফ রিপোর্টার

২৫ জুন ২০১৮, সোমবার, ১০:০৭ পূর্বাহ্ন

রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উত্তরের একটি টিম। শনিবার রাতে রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এই ডাকাতরা দেশের বিভিন্ন স্থান থেকে মোটরসাইকেল চুরি করে সেগুলো দিয়ে ডাকাতি করতো। গ্রেপ্তারকৃত ডাকাত সদস্যরা হলেন, মো. সালিম উদ্দিন আহম্মেদ ওরফে সবুজ (৩৫), মো. রনি (৩৫), মো. টিপু (২৪), বাপ্পি সরকার (২৩) ও মো. সালাউদ্দিন ফকির (২৩)। এ সময় তাদের কাছ থেকে দুটি মোটরসাইকেল, ২২ রাউন্ড গুলি ও ২টি রিভলবার উদ্ধার করা হয়। গতকাল দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবির অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য্য। তিনি বলেন, মো. রনি ও টিপু মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য। আর তাদের নেতা হিসেবে কাজ করেন দ্বীন ইসলাম ও সালিম উদ্দিন। ডাকাতরা বিভিন্ন বাসা বাড়ি, পার্কিংয়ে রাখা মোটরসাইকেল চুরি করতেন।
অনেক সময় মোটরসাইকেলের লক ভেঙে অথবা রাস্তায় মোটরসাইকেলের গতিরোধ করে অস্ত্রের ভয় দেখিয়ে ছিনতাই করতেন। পরবর্তীতে গাড়ির ইঞ্জিন ও চেচিস নম্বর পরিবর্তন করে ভুয়া কাগজপত্র তৈরি করে দালালের মাধ্যমে কমমূল্যে বিক্রি করতেন। তাদের সহযোগী দ্বীন ইসলামের নেতৃত্বে ডাকাতি-ছিনতাই চোরাই মোটরসাইকেল বিক্রির কাজ করতো। দেবদাস বলেন, চুরি ও ছিনতাই করে আনা এসব মোটরসাইকেল দিয়ে রাজধানীর ডেমরা ও আশপাশের এলাকায় ডাকাতি করতো।
এদিকে অপর একটি অভিযানে ঢাকা মহানগর গোয়েন্দা শাখার সিরিয়াস ক্রাইম বিভাগ ৪টি দেশীয় অস্ত্র, ১টি পিকআপ ভ্যানসহ আরো ৪ জন ডাকাতকে গ্রেপ্তার করেছেন। ডেমরা এলাকার রানীমহল সিনেমা হলের সামনের গলাকাটা ব্রিজের সামনে থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, মো. আমজাদ ওরফে আলমগীর, মো. মুসা মাতব্বর, মো. আলমগীর ও ওমর ফারুক। এ সময় তাদের হেফাজত থেকে ১টি চাপাতি, ২টি ছুরি, ১টি চাকু ও ১টি পিকআপ ভ্যান আটক করা হয়। এছাড়া সিরিয়াস ক্রাইমের আরেকটি টিম পশ্চিম শেওড়া পাড়া থেকে ২টি পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ নুরুল আমীন নামের একজন ভুয়া ডিবি পুলিশকে গ্রেপ্তার করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status