খেলা

আর্জেন্টিনার শক্তি ‘সাইড বেঞ্চে’

২৫ জুন ২০১৮, সোমবার, ১০:০৩ পূর্বাহ্ন

আর্জেন্টিনার ঘাড়ে ঝুলছে গ্রুপ পর্বেই বাদ পড়ার শঙ্কা। ব্রাজিল, জার্মানি, পর্তুগাল, স্পেন কিছুটা নিরাপদ থাকলেও দ্বিতীয় রাউন্ডে খেলা এখনো শতভাগ নিশ্চিত নয়। বলতে গেলে গ্রুপ পর্বের শেষ ম্যাচেই ঝুলে আছে বড় দলগুলোর ভাগ্য! অন্যদিকে রাশিয়া, উরুগুয়ে, ক্রোয়েশিয়া, মেক্সিকো ও বেলজিয়াম দেখিয়েছে চমক। এরই মধ্যে নিশ্চিত তাদের দ্বিতীয় রাউন্ডে খেলা। বড় দলগুলোর এখন পর্যন্ত পারফরম্যান্সে রাশিয়া বিশ্বকাপে জন্ম নিতে পারে নতুন ইতিহাস, এমটাই ধারণা ফুটবল বোদ্ধাদের। বিশেষ করে কাল আর্জেন্টিনা হারলেই বিদায়। প্রশ্ন একটাই টিকে থাকবে তো মেসির দল! কিন্তু কিভাবে? বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক মামুনুল ইসলামও আর্জেন্টিনার বেহালদশা এবং বাকি দলগুলোর আশা ও সম্ভাবনা নিয়ে নিজের ব্যাখ্যা তুলে ধরেছেন দৈনিক মানবজমিনের সঙ্গে। তার বিশ্লেষণে আর্জেন্টিনাকে নিয়ে বলেন, ‘আমার কাছে মনে হয়েছে এখনো সেরা একাদশই পায়নি মেসি। বিশেষ করে কোচ সাম্পাওলি তার সেরা একাদশ ঠিক করতে ব্যর্থ হয়েছেন। বিশ্বকাপের মতো আসরে দুটি ম্যাচে আর্জেন্টিনার বেহালদশা শুধুমাত্র সেরা একাদশের অভাবেই। আর কোচ তো ভুল করছেই নিজেদের সেরা শক্তি বসিয়ে রেখেছে সাইড বেঞ্চে।’
আর্জেন্টিনা প্রথম ম্যাচে আইসল্যান্ডের সঙ্গে ড্র করেছে। সেই ম্যাচে একাদশে ছিলেন অ্যাঙ্গেল ডি মারিয়া ও মার্কোস রোহো। কিন্তু পরের ম্যাচেই ক্রোয়েশিয়ার বিপক্ষে কোচ বদলে ফেললেন একাদশ। দলের সেরা দু’জনকে রাখলেন সাইড বেঞ্চে। পাওলো দিবালাকেও তেমন সুযোগ দেননি। মামুনুল ইসলাম বলেন, ‘কোচের পাগলামিতে দেখেন আর্জেন্টির সেরা শক্তিই বসে আছে সাইড বেঞ্চে। দিবালা, রোহো, দি মারিয়ারা বিশ্বের সেরা ফুটবলার। তাদের বাদ দিয়ে বিশ্বকাপের ময়দানে কোচ করছে পরীক্ষা নিরীক্ষা। এটাই বলবো কাল হয়েছে। এখন যদি শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারিয়ে টিকে থাকতে হয় তাহলে সেরা দল নিয়ে মাঠে নামতে হবে। যারা মাঠের পরীক্ষিত ফুটবলার তাদের নিয়ে সাজাতে হবে একাদশ। যে মেসিকে একা মাঠে লড়াই করতে না হয়।’
দ্বিতীয় রাউন্ডে স্বরূপে ফিরবে বড় দলগুলো
আর্জেন্টিনা ভক্তদের প্রত্যাশা মিটাতে না পারলেও এখনো টিকে আছে ব্রাজিল, জার্মানি, স্পেন, পর্তুগালকে ঘিরে স্বপ্ন। তবে সেই স্বপ্ন কতদূর যাবে? এ নিয়ে মামুনুল বলেন, ‘হ্যাঁ, ব্রাজিল, জার্মানি দারুণ জয়ে আশা বাঁচিয়ে রেখেছে। পর্তুগাল স্পেনেরও সুযোগ আছে দারুণ। কিন্তু আমি মনে করি ব্রাজিল, জার্মানি ও স্পেন দ্বিতীয় রাউন্ডে গেলে আরো ভয়ংকর হয়ে উঠবে। এখন দেখেন ছোট দলগুলোর বিপক্ষে তাদের কতটা কষ্ট করে জিততে হচ্ছে। শেষ মিনিটে জার্মানি জিতেছে সুইডেনের বিপক্ষে। কারণ হলো এখন কিন্তু ছোট দলগুলো পয়েন্ট আদায়ের জন্য খেলছে। তাদের ডিফেন্স দেখেন। তারা চিন্তা করছে যেভাবেই হোক গোল ঠেকাবো। আর সুযোগ পেলে গোল দিবো। আইসল্যান্ড, সুইজারল্যান্ড, সুইডেনের ম্যাচ দেখেন তারা রক্ষণভাগ কিন্তু শক্ত রেখেছে। তবে দ্বিতীয় রাউন্ডে প্রতিটি দলকেই খেলতে হবে জয়ের জন্য। তখন দেখবেন বড় দলগুলোরই অন্য চেহারা।
প্রযুক্তির ছোঁয়ায় বদলে গেছে ফুটবল
এবার বিশ্বকাপে কোনো বড় দল বা ছোট দল নেই বলেই মনে করেন মামুনুল ইসলাম। কিন্তু কিভাবে কমেছে দলগুলোর মধ্যে ব্যবধান! বাংলাদেশের সাবেক অধিনায়ক বলেন, ‘আমি বলবো প্রযুক্তিই বদলে দিয়েছে দলগুলো মধ্যে মূল ব্যবধান। প্রতিটি দলের সব ফুটবলাররা এখন কম্পিউটারের ছকে বন্দি। ছোট দলগুলো খুব ভালো করে জানে কাকে মাঠে আটকাতে হবে। আর্জেন্টিনা বা ব্রাজিলের কোন ফুটবলার কত জোরে দৌড়ায়। কারা কোন দিক থেকে আক্রমণ করে সব তথ্য জানে। এছাড়াও গোল লাইন প্রযুক্তিও এখন বড় দলগুলোর জন্য অনেক বড় বিপদ। রেফারিরা কোনো ভুল সিদ্ধান্ত দিতেও চিন্তা করে প্রযুক্তির সহযোগিতা নেয়।
চমক দেখাবে বেলজিয়াম
কে নেবে রাশিয়া বিশ্বকাপ? এখন পর্যন্ত বড় দলগুলোর যে পারফরম্যান্স তা কোনো ফুটবল বোদ্ধাই এখন জোর দিয়ে বলতে পারছেন না। তবে কিছু দল যে চমক দেখাবে তা নিশ্চিত। এ নিয়ে মামুনুল বলেন, ‘এবার এখন পর্যন্ত যা অবস্থা তাতে কোন দল যে বিশ্বকাপে টিকে থাকবে তা বলা কঠিন। বড় দলগুলোকে নিয়ে তো কিছু বলা যাচ্ছে না। হ্যাঁ, চমক দেখাবে বেলজিয়াম। ওরা দুই ম্যাচেই গোল দিয়েছে ৮টি। মাঠের ফুটবলটাও দারুণ আক্রমণাত্মক ও গোছানো। দ্বিতীয় রাউন্ডে তারা যে কোনো দলের জন্য হুমকি হবে তা বলার অপেক্ষা রাখে না।
পর্তুগাল ওয়ানম্যান শোতে বেশিদূর যাবে না
পর্তুগালকে নিয়েও দারুণ আশা রোনালদো ভক্তদের। কিন্তু মামুনুল মনে করেন পর্তুগাল দ্বিতীয় রাউন্ডে গেলেও খুব বেশি দূর যেতে পারবে না। তিনি বলেন, ‘দেখেন পর্তুগালকে এখন পর্যন্ত একমাত্র রোনালদোই টিকিয়ে রেখেছে। দুই ম্যাচে একাই চার গোল করে দলকে জিতিয়েছে। তবে নক আউটে কি হবে তা বলা যায় না। কারণ এই দলটি জয় হলো ওয়ানম্যান শোতে। আর সে যদি ব্যর্থ হয় তাহলে কি হবে? তবে স্পেন, ব্রাজিল, জার্মানি, ফ্রান্স এরা খেলছে দল হিসেবে। তাদের সম্ভাবনা আছে ফাইনাল পর্যন্ত খেলা।
অনুলিখন: ইশতিয়াক পারভেজ
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status