খেলা

পগবার শেষ বিশ্বকাপ!

স্পোর্টস ডেস্ক

২৫ জুন ২০১৮, সোমবার, ১০:০১ পূর্বাহ্ন

বয়স মাত্র ২৫। অথচ এটাই হতে পারে পল পগবার শেষ বিশ্বকাপ। ফ্রান্সের তারকা মিডফিল্ডার নিজেই এমন ভাবনার কথা জানিয়েছেন। চলতি রাশিয়া বিশ্বকাপে শিরোপা জয়ের স্বপ্ন দেখেন তিনি। গ্রুপ পর্বের প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে নকআউট পর্ব নিশ্চিত করেছে ৯৮’র চ্যাম্পিয়নরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে (২-১) জয়সূচক গোলের নায়ক ছিলেন পগবা। তার শট প্রতিপক্ষের খেলোয়াড়ের পায়ে লেগে জালে জড়ায়। প্রথমে গোলটির পাশে পগবার নাম থাকলেও পরে এটিকে আত্মঘাতী হিসেবে ঘোষণা দেয় ফিফা। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে শেষ ম্যাচে ডেনমার্কের মুখোমুখি হবে ফ্রান্স। এর মধ্যেই সংবাদমাধ্যমে নিজের পারফরম্যান্স নিয়ে সমালোচনার মুখে পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড প্লে-মেকার পগবা। ঘরের মাটিতে ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের (ইউরো) ফাইনালে শিরোপা হাতছাড়া করে পগবার ফ্রান্স। পগবার কথায় রাশিয়া বিশ্বকাপই হতে পারে ফ্রান্সের জার্সিতে তার শেষ টুর্নামেন্ট। পগবা বলেন, ‘আমি অনেক বাস্তববাদী। এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ। আগামীকাল কি হবে তা আমরা কেউ জানি না। পরের ম্যাচে দলে ডাক পাব কি না তাও জানি না। ইনজুরিতে পড়তে পারি। আমার চেয়ে আরো ভালো খেলোয়াড় আমার জায়গা নিতে পারে। আমি নিজের খেলা উপভোগ করছি। সমালোচনা ভুলে থাকতে চাই। মাঠের খেলাই সমালোচনার একমাত্র জবাব। ফ্রান্সের জার্সিতে আমি সেরাটা ঢেলে দিই। আশা করছি আরো অনেক ম্যাচ খেলতে পারবো। অনেক খেলোয়াড় আছেন যারা ক্যারিয়ারে একটি বিশ্বকাপেও খেলার সুযোগ পায়নি। আমি মনেপ্রাণে এই বিশ্বকাপটা জিততে চাই।’ ফ্রান্সের হয়ে ২০১৪ বিশ্বকাপে খেলেছেন পগবা। সেবার কোয়ার্টার ফাইনালে জার্মানির কাছে ১-০ গোলে হার মানে ফ্রেঞ্চরা। ম্যানইউতে খেলা পগবার আন্তর্জাতিক অভিষেক ২০১৩ সালে। ফ্রান্সের জার্সিতে ৫৬ ম্যাচ খেলেছেন তিনি। গোল ৯টি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status