ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

জাকা-শাকিরির ‘দায় শোধ’

স্পোর্টস ডেস্ক

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫৩ পূর্বাহ্ন

গোল আদায় শেষে জাকা-শাকিরির উদ্‌যাপন


গ্রানিত জাকা ও জাদরান শাকিরির গোলে শুক্রবার সার্বিয়ার বিপক্ষে জয় দেখে সুইজারল্যান্ড। কিন্তু সুইসদের হয়ে খেলার কথাই ছিল না জাকা কিংবা শাকিরির। সুইজারল্যান্ডের না হয়ে তারা হতে পারতেন আলবেনিয়ার জাকা-শাকিরি। সার্বিয়ান আগ্রাসনের কারণে দেশান্তরী হয়ে সুইজারল্যান্ডে পাড়ি জমাতে বাধ্য হয়েছিল এই দুই ফুটবলারের পরিবার। আর সুইজারল্যান্ডের জার্সি গায়েই আন্তর্জাতিক ক্যারিয়ার এগিয়ে নেন জাকা-শাকিরিরা। তবে নিজেদের শেকড় ভোলেননি জাকা বা শাকিরি। শুক্রবার সার্বিয়ার বিপক্ষে জিতে ‘আলবেনিয়ান ঈগল’ উদযাপনের মাধ্যমে ‘পুরনো হিসেব’ শোধ করেছেন এই দুই ফুটবলার।
সাবেক রাষ্ট্র যুগোস্লাভিয়ার রাজনৈতিক ঝামেলার শিকার হয়ে প্রায় সাড়ে তিন বছর রাজবন্দি ছিলেন গ্রানিত জাকার বাবা। কারামুক্তি পেয়েই দেশ ছেড়ে সপরিবারে সুইজারল্যান্ডে পাড়ি দেন তিনি। এর এক বছর আগে আলবেনিয়ায় সার্বিয়ান গণহত্যার কারণে দেশান্তরী হয়েছিল জারদান শাকিরির পরিবারও। এর প্রায় দুই যুগ পরে বিশ্বকাপে সার্বিয়ার বিপক্ষে গোল করে সেই গণহত্যার কথাই মনে করিয়ে দিয়েছেন জাকা এবং শাকিরি। দু’জনই নিজেদের গোলের পরে বুকের কাছে দুই হাত তুলে ‘জোড়া ঈগল’ আঁকেন। যা কিনা আলবেনিয়ার ঐতিহ্য এবং গৌরবের প্রতীক হিসেবে ধরা হয়।
এই দু’জনের গোলেই সার্বিয়াকে ২-১ গোলে হারায় সুইজারল্যান্ড। সার্বিয়া-আলবেনিয়ার দুই যুগ আগের দ্বন্দ্বের ছাপ দেখা গিয়েছে ২০১৪ সালেও। ২০১৬’র ইউরো চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বের ম্যাচ খেলতে সার্বিয়ায় গিয়েছিল আলবেনিয়া দল। গোলশূন্য ড্র চলাকালে ম্যাচের একপর্যায়ে একটি পতাকাবাহী ড্রোন উড়ে এসে আছড়ে পড়ে মাঠে।
ওটা ছিল বৃহত্তর আলবেনিয়ার জাতীয় পতাকা। আর ওই পতাকা মাঠে সার্বিয়ান তারকা স্টেফান মিতরোভিচের সামনে পড়তেই আলবেনিয়ান খেলোয়াড়দের ওপর তেড়ে যান তিনি। এতে হাতাহাতি লেগে যায় দু’দলে।
আর এতে গ্যালারি থেকে মাঠে আলবেনিয়ান খেলোয়াড়দের ওপর হামলে পড়ে শত শত সার্বিয়ান সমর্থক। পরে আন্তর্জাতিক ক্রীড়া সালিশি আদালতের (কোর্ট অব আরবিট্রেশন ফর স্পোর্টস) রায়ে বাতিল হওয়া ম্যাচটিতে আলবেনিয়াকে ৩-০ গোলে জয়ী ঘোষণা করে ইউরোপিয়ান ফুটবল সংস্থা (ইউয়েফা)।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status