দেশ বিদেশ

এমপিওভুক্তির দাবিতে প্রতীকী অনশনে শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

এমপিওভুক্তির দাবিতে প্রতীকী অনশন কর্মসূচি শুরু করেছেন নন-এমপিও শিক্ষক-কর্মচারীরা। গতকাল জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত শিক্ষকরা বৃষ্টির মধ্যেও খোলা আকাশের নিচে অনশন করেন। আজকের মধ্যে স্বীকৃতিপ্রাপ্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির ঘোষণা না দিলে আগামীকাল থেকে লাগাতার অনশন কর্মসূচিরও আভাস দিয়েছেন তারা। শিক্ষক নেতারা জানান, আজকের মধ্যে দাবি আদায় না হলে কাল থেকে লাগাতার অনশন শুরু করবো। নন-এমপিও শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ডাকে গত ১০ই জুন থেকে লাগাতার আন্দোলন চলছে। সংগঠনের নেতারা বলছেন, মন্ত্রণালয় নতুন নীতিমালার ভিত্তিতে হাজারখানেক প্রতিষ্ঠান এমপিওভুক্তির কথা বলছে। কিন্তু তাদের দাবি পুরানো নীতিমালা অনুযায়ী স্বীকৃতি পাওয়া সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করতে হবে। ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী ডলার বলেন, আজ আমরা প্রতীকী অনশন শুরু করেছি। আগামীকাল রোববারের মধ্যে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি এমপিওভুক্তির স্পষ্ট ঘোষণা দিতে হবে। অন্যথায় সোমবার থেকে আমরণ অনশনে যেতে আমরা বাধ্য হবো। তিনি বলেন, অধিকাংশ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা ১৫ থেকে ২০ বছর বিনা বেতনে চাকরি করছেন। অনেকের চাকরি আছে আর মাত্র ৫ থেকে ১০ বছর। এ কারণে স্বীকৃতিপ্রাপ্ত কোনো শিক্ষাপ্রতিষ্ঠানকে আর অপেক্ষায় না রেখে বর্তমান সরকারের মেয়াদে এই সমস্যার সমাধান করতে হবে। ২০১০ সালের পর নতুন করে দেশে আর কোনো শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এমপিওভুক্ত হলে শিক্ষক-কর্মচারীরা মূল বেতনসহ কিছু ভাতা সরকার থেকে পান। গত বছরের ডিসেম্বর ও চলতি বছরের জানুয়ারির শুরুতে এসব শিক্ষক-কর্মচারী জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরণ অনশন সহ লাগাতার কর্মসূচি শুরু করেছিলেন। তখন একপর্যায়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তার তৎকালীন একান্ত সচিব সাজ্জাদুল হাসান সেখানে গিয়ে আশ্বাস দিলে আন্দোলন স্থগিত করা হয়। কিন্তু অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট বক্তৃতায় নতুন এমপিওভুক্তির বিষয়ে স্পষ্ট না করায় শিক্ষক-কর্মচারীরা আবার আন্দোলনে নেমেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status