দেশ বিদেশ

বন্যার্ত স্বজনদের পাশে জালালাবাদ এসোসিয়েশন

স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

সিলেট বিভাগের বন্যা দুর্গত স্বজনদের পাশে দাঁড়িয়েছে ঢাকাস্থ সিলেটবাসীদের সংগঠন জালালাবাদ এসোসিয়েশন। গতকাল কাওরানবাজারস্থ জালালাবাদ ভবনে এ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ জগলুল পাশার সঞ্চালনায় আলোচনায় সংগঠনের সভাপতি সিএম তোফায়েল সামি সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে ঢাকায় অবস্থানরত সিলেটবাসীর বিভিন্ন সংগঠন বিশেষতঃ জেলা ও উপজেলা সমিতির নেতৃবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় বন্যার্ত মানুষের সাহায্যার্থে জালালবাদ এসোসিয়েশন, ঢাকা-এর সঙ্গে মৌলভীবাজার, হবিগঞ্জ, সিলেট ও সুনামগঞ্জ জেলা সমিতিসহ সব উপজেলা ও অন্যান্য সমিতি একত্রে ত্রাণ ও অন্যান্য কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়। তাৎক্ষণিকভাবে প্রায় ৩ লক্ষাধিক টাকা সংগৃহীত হয় এবং ১৫ থেকে ২০ লাখ টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়। পাশাপাশি বন্যার ত্রাণ কার্যক্রম বাস্তবায়নের জন্য জালালাবাদ এসোসিয়েশনের প্রাক্তন প্রধান নির্বাচন কমিশনার ও জীবন সদস্য মৌলভীবাজার জেলা সমিতির সভাপতি অ্যাডভোকেট তবারক হোসেনকে আহ্বায়ক এবং এসোসিয়েশনের সহসভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী ও সহসভাপতি নাছির উদ্দিন আহমদ মিঠুকে যুগ্ম আহ্বায়ক এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নানকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। তাছাড়া দীর্ঘমেয়াদি কার্যক্রম বাস্তবায়নের জন্য জালালাবাদ এসোসিয়েশনের সহ-সভাপতি জালাল আহমদ-এর নেতৃত্বে একটি কারিগরি কমিটি গঠন করা হয়। তাছাড়া হাফিজ আহমদ মজুমদার, সাবেক এমপি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এবং নাসির এ. চৌধুরী প্রধান উপদেষ্টা গ্রিন ডেল্টা ইন্স্যুরেন্স কোং-কে ত্রাণ কার্যক্রমের উপদেষ্টা মনোনীত করা হয়। সমাবেশের পক্ষ থেকে সব সিলেটবাসীকে যথাসম্ভব জালালাবাদ এসোসিয়েশন রিলিপ ফান্ডে (পূবালী ব্যাংক কাওরানবাজার শাখার হিসাব নং ০৫৫৭১০১০৪৫২৮৬) পাঠানোর জন্য অনুরোধ করা হয়। উল্লেখ্য, বিগত রমজান মাসে জালালাবাদ এসোসিয়েশন কর্তৃক প্রায় ১৩ লাখ টাকা যাকাত তহবিলের মাধ্যমে সিলেট বিভাগের জনগোষ্ঠীর কল্যাণার্থে ব্যয়িত হয়। সভায় জালালাবাদ এসোসিয়েশন ও তার সহযোগী সংগঠনসমূহ সিলেট বিভাগের নদীসমূহ খননসহ বন্যা নিয়ন্ত্রণে স্থায়ীভাবে কার্যক্রম গ্রহণার্থে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status