খেলা

বিশেষজ্ঞ বিশ্লেষণ

‘আর্জেন্টিনার ‘ভয়ংকর’ সুযোগ’

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:৫০ পূর্বাহ্ন

গোটা বিশ্বে এখন একটাই প্রশ্ন- আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে যাবে তো? প্রথম ম্যাচে ড্র, দ্বিতীয় ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ৩-০তে হার। এরপরও বেঁচে আছে লিওনেল মেসির দলের স্বপ্ন। আইসল্যান্ডকে হারিয়ে সেই স্বপ্ন বাঁচিয়ে রেখেছে নাইজেরিয়া। সেই আফ্রিকান ঈগলদের বিপক্ষে জিতলেই দ্বিতীয় রাউন্ডে। কিংবা ড্র করতেই হবে। শুধু তাই নয় শেষ ম্যাচে কোস্টারিকার বিপক্ষে হারতে হবে আইসল্যান্ডকে। বলতে গেলে হোর্হে সাম্পাওলির দলের বিশ্বকাপ ভাগ্য এখন ঝুলে আছে অন্যের হাতে। যে কারণে আর্জেন্টিনার বর্তমান অবস্থাকে ‘ভয়ংকর’ সুযোগ বলে মনে করছেন বাংলাদেশের তারকা ফুটবলার জাহিদ হাসান এমিলি। জাতীয় দলের ফুটবলার এমিলি বলেন, ‘আর্জেন্টিনা যে অবস্থাতে আছে তাদের সামনে এখনো সুযোগ আছে দ্বিতীয় রাউন্ডে খেলা। বিশেষ করে নাইজেরিয়া জিতে যাওয়ার পর তাদের সামনে এই সুযোগ এসেছে। কিন্তু প্রথম দুই ম্যাচে আর্জেন্টিনা যে ধরনের ফুটবল উপহার দিয়েছে তাতে এ সুযোগ কতটা কাজে লাগাতে পারবে তা চিন্তার বিষয়। বলতে গেলে এখন সুযোগটাকে ভয়ংকরও বলতে পারেন। কারণ দেখেন নাইজেরিয়ার শেষ ম্যাচে যেভাবে খেলেছে তাতে মনে হয়েছে মাঠের ফুটবলে তারা এখন আর্জেন্টিনার চেয়ে এগিয়ে। তারা আইসল্যান্ডকে হারিয়েছে সেই দলের বিপক্ষে মেসিরা ড্র করেছে। আর সেই নাইজেরিয়ার বিপক্ষে এখন মেসিদের জিততেই হবে। বলতে গেলে অনেক কঠিন তাদের দ্বিতীয় রাউন্ডে যাওয়া।’
বিশ্বকাপ শুরুর আগে থেকেই আর্জেন্টিনাকে নিয়ে ফুটবল বিশেষজ্ঞদের মধ্যে ছিল মিশ্র অবস্থান। বেশির ভাগ ফুটবল বোদ্ধাই মেসির দলকে নিয়ে বড় আশা করেননি। এমনকি খোদ আর্জেন্টাইন ফুটবল ঈশ্বর খ্যাত ম্যারাডোনা বলেছিলেন একটি ম্যাচও তারা জিতবে না। কিন্তু ভক্তরা সেই সব কথাতে কান দেননি। আশা ছিল মেসির দলের হাতে এবার বিশ্বকাপ উঠবে। কিন্তু তাদের স্বপ্ন ভাঙ্গা এখন সময়ের ব্যাপার মাত্র। তাহলে কি আগুয়েরা, হিগুয়েন, মাসচেরানোরা যোগ্য নয়! দ্বিতীয় রাউন্ডে যেতে যে ক্ষীণ সম্ভাবনা তা বাস্তবে রূপ দিতে কি করতে হবে মেসির দলকে? এমিলি বলেন, ‘দুটি ম্যাচ আমরা আর্জেন্টিনার দেখেছি। কিন্তু আমরা আর্জেন্টিনার যে ফুটবল শৈলী আশা করি সেটি কিন্তু এখানে দেখা মেলেনি। কোচ যে ফর্মেশনে খেলিয়েছে দল সেখানেও দারুণ ভুল মনে হয়েছে। যদি আর্জেন্টিনাকে শেষ সুযোগটি কাজে লাগাতে হয় তাহলে তাদের সেরাটা খেলতে হবে। সেই সঙ্গে ফর্মেশন নিয়েও চিন্তা করতে হবে।’
সাম্পাওলি ভুল পথে হাঁটছে
আইসল্যান্ডের বিপক্ষে দলের ড্র বহু কষ্টে হজম করেছিল আর্জেন্টিনার ভক্তরা। আশা ছিল দল ঘুরে দাঁড়াবে ক্রোয়েশিয়ার বিপক্ষে। কিন্তু সেই রাত যেন দুঃস্বপ্ন হয়ে এলো আর্জেন্টাইনদের জন্য। জয়তো দূরে থাক উল্টো ৩ গোল খেয়ে হারের লজ্জা ও বিশ্বকাপ থেকে প্রথম রাউন্ডেই ছিটকে পড়ার শঙ্কা। এমন পরিস্থিতি আর্জেন্টিনার কোচ সাম্পাওয়ালিকে নিয়ে শুরু ফের একবার বিতর্ক। ম্যারাডোনা থেকে শুরু করে দেশটির বিশ্বকাপ জয়ী ফুটবলাররা ফের প্রশ্ন তোলেন কোচের যোগ্যতা নিয়ে। কোচ তো সাবেকরা ‘গোয়ার আর মূর্খ’ বলেই গালি দিচ্ছেন। বিশেষ করে ক্রোয়েশিয়ার বিপক্ষে ৩-৪-২-১ ফর্মেশন নিয়ে হচ্ছে ভীষণ সমালোচনা। এমনকি দলের মধ্যেও লেগেছে আগুন। সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে বেড়েছে কোচের দূরত্ব। আর্জেন্টিনার এমন অবস্থার কারণ কোচের ভুল সিদ্ধান্ত এমনটাই মনে করেন বাংলাদেশ ফুটবলের সাবেক তারকা সত্যজিৎ দাস রূপু। তার মতে ভুল পথেই হেঁটেছে আর্জেন্টিনার কোচ। দৈনিক মানবজমিনকে তিনি বলেন, ‘আর্জেন্টিনা প্রথম ম্যাচে যেমনটা খেলেছে সেখানেও তাদের এতটা বিক্ষিপ্ত মনে হয়নি যতটা দ্বিতীয় ম্যাচে দেখা গেছে। প্রথম ম্যাচে যে ফরমেটে তারা খেলেছিল সেখানে তাদের শুধু ডিফেন্সই দুর্বলতা ছিল। কিন্তু পরের ম্যাচে কোচ প্রতিপক্ষের কথা ভেবে যে নতুন ফরমেটে খেলেছে সেখানে তারা ছিল একেবারেই এলোমেলো। ৩-৪-২-১ এমন ফর্মেশনে নিকট অতীতে আর্জেন্টিনা খেলেছে বলে মনে আমার মনে পড়ে না। এত কি হয়েছে মেসি একা হয়ে গেছে। একটি সীমানাতে বদ্ধ হয়েছিল। আমরা জানি মেসি সারা মাঠে খেলতে পছন্দ করে। কিন্তু সেটি হয়নি। আর মিডফিল্ডের সাহায্যও পায়নি।’
শেষ ম্যাচে নাইজেরিয়াকে হারাতে পারলে আর্জেন্টিনার জন্য রয়েছে দ্বিতীয় রাউন্ডে খেলার সুযোগ। এই অবস্থা থেকে মেসির দলকে টিকে থাকার জন্য কি করণীয় তা নিয়ে রূপু বলেন, ‘হ্যাঁ, কোচরা পরীক্ষা-নিরীক্ষা করবে এটাই স্বাভাবিক। কিন্তু এমন পরীক্ষা কেন করবে যে সেটিতে দল অভ্যস্ত নয়! আমি মনে করি আর্জেন্টিনা দলকে এখন নিজেদের পুরনো ও আগের ফরমেটেই খেলতে হবে। বিশ্বকাপের মতো জায়গাতে ঝুঁকি নিতে হবে যেনে বুঝে। আরেকটি বিষয় মাঠে ফরমেশনটা এমন হতে হবে যে মেসির যে কোনো জায়গা থেকে খেলার সুবিধা থাকে। সেটি মেসি খেলে থাকে। তবে নাইজেরিয়া কঠিন দল। তাদের সঙ্গে সেরাটা দিয়ে খেলতে না পারলে তাদের বিদায় নিতে হবে।’
জাপানের ‘দরজা’ উন্মুক্ত
অন্যদিকে আজ এশিয়ার আরেক দল জাপান মুখোমুখি হবে সেনেগালের। দুটি দলই ইতিহাসের পথে। বিশেষ করে কলম্বিয়াকে ২-১ এ হারিয়ে জাপান উড়ন্ত শুরু করেছে। এ জয়ে জাপান ৩ পয়েন্ট নিয়ে রয়েছে ‘এইচ’ গ্রুপের শীর্ষে। অন্যদিকে ফেভারিট পোল্যান্ডকে হারিয়ে একই সমান পয়েন্ট নিয়ে সেনেগালের অবস্থান দুইয়ে। আজ দুই দলেরই সুযোগ দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত করার। স্বাভাবিকভাবে এশিয়ার দল হিসেবে বাংলাদেশের সমর্থনটা জাপানের প্রতি। তাই জাপানের সম্ভাবনা নিয়ে জাহিদ হোসেন এমিলি বলেন, ‘জাপান দারুণ শুরু করেছে। তাদের যে টিম এফোর্ড সেটি দারুণ। আমি বলবো এখন জাপানের জন্য সুযোগ। তবে সেনেগালও কম নয়। তাদের হারাতে হলে প্রথম ম্যাচের চেয়ে বেশি ভালো খেলতে হবে জাপানকে।’ অন্যদিকে এশিয়ার ফুটবলে শক্তিকে জাপানের জন্য দরজা উন্মুক্ত বলেই জানান সত্যজিৎ দাস রূপু। তিনি বলেন, ‘প্রথম ম্যাচে কলম্বিয়ার জন্য লাল কার্ডটাই ছিল হারের বড় একটি কারণ। সেটি না হলে জাপানের জন্য জয় কঠিন হতো। তবে জাপান ভালো খেলেছে। সেই ধারাবাহিকতা ধরে রাখতে হবে সেনেগালের বিপক্ষেও। কারণ সেনেগাল কিন্তু সহজ প্রতিপক্ষ নয়। তারাও মুখিয়ে আছে দ্বিতীয় রাউন্ডের জন্য। জাপানের জন্য এখন ময়দান উন্মুক্ত। তাদের সেই সুযোগটাই নিতে হবে।’
অনুলিখন: ইশতিয়াক পারভেজ
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status