বাংলারজমিন

বান্দরবান ও ফেনীতে বিএনপির ৩ শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

বান্দরবান প্রতিনিধি

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:২৯ পূর্বাহ্ন

বান্দরবানে জেলা বিএনপির সভানেত্রী ও সাবেক মহিলা সংসদ সদস্য মাম্যাচিং ও সাধারণ সম্পাদক জাবেদ রেজাসহ বিএনপির ৮০ নেতাকর্মীর নামে মামলা করেছে পুলিশ। শুক্রবার বান্দরবান সদর থানায় পুলিশ কর্মকর্তা এসআই মিজানুর রহমান বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
বৃহস্পতিবার সকালে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি সু-চিকিৎসা নিশ্চিত করার দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বান্দরবান জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে অপ্রীতিকর ঘটনার প্রেক্ষিতে এ মামলা করা হয়।
মামলায় জেলা বিএনপির সভানেত্রী ও সাবেক মহিলা সংসদ সদস্য মাম্যাচিং ছাড়াও জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র মোহাম্মদ জাবেদ রেজা, জেলা যুবদল নেতা সেলিম রেজা, উক্যচিং মারমা, মো. শাহাদাত, মো. ইউসুফ, মো. কাশেমসহ অজ্ঞাত ৮০ জনকে আসামি করা হয়েছে।
বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম ছরোয়ার জানান, বৃহস্পতিবার শহরের বাজার এলাকায় ২নং গলির মুখে বিএনপির বিক্ষোভ মিছিল চলাকালে উচ্ছৃঙ্খল নেতাকর্মীরা বিএনপি নেতা জাবেদ রেজার নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে শহরে আতঙ্ক সৃষ্টি করে। ওই ঘটনায় বিএনপির পাঁচ নেতাকর্মীকে আটক করা হয়। পরে শুক্রবার পুলিশ বাদী হয়ে মামলা করে।
এদিকে জেলা বিএনপির পক্ষ থেকে জানানো হয়, সারা দেশের মতো বান্দরবানেও নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করতে গেলে পুলিশ বাধা দেয় এবং ব্যাপক লাঠিচার্জ করে তা ছত্রভঙ্গ করে দেয়। এতে বেশ কয়েকজন বিএনপি নেতাকর্মী আহত হন এবং পাঁচ জনকে পুলিশ আটক করে।
এ ঘটনায় উল্টো পুলিশই মামলা করে দলীয় নেতাকর্মীদের হয়রানি করছে। পুলিশের বাধা ও মামলা হামলার ভয়ে বিরোধী দল কোনো কর্মসূচিই সঠিকভাবে পালন করতে পারছে না বলেও অভিযোগ করেন বিএনপি নেতৃবৃন্দ এবং একটি অগণতান্ত্রিক দেশে এর চেয়ে বেশি কিছু আশাও করা যায় না।
ফেনী প্রতিনিধি জানান: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বৃহস্পতিবার বিকালে ফেনী শহরের রামপুর এলাকায় বিক্ষোভ মিছিল বের করাকে কেন্দ্র করে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার অভিযোগে বিএনপি ও যুবদলের ২৪০ জন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ বিএনপি-যুবদলের ১৩ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, পুলিশের কর্তব্য কাজে বাধা দেয়ার ঘটনায় জেলা যুবদলের সদ্য সাবেক সভাপতি গাজী হাবিব উল্যাহসহ ৯০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দেড়শ জন বিএনপি-যুবদল-ছাত্রদল নেতাকর্মীকে আসামি করে ফেনী মডেল থানা উপ-পরিদর্শক (এসআই) নুরুল হক বাদী হয়ে শুক্রবার বিকালে মামলা করেছেন। ওই মামলায় গ্রেপ্তার ১৩ জনকে শুক্রবার আদালতের মাধ্যমে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
ওসি আরো জানায়, বৃহস্পতিবার বিকালে বিএনপি ও যুবদলের নেতাকর্মীরা শহরের রামপুর এলাকায় জড়ো হয়ে মিছিল বের করার চেষ্টা করে। এ সময় পুলিশ সেখানে পৌঁছে মিছিলকারীদের বাধা দেয়ার চেষ্টা কালে বিএনপি নেতাকর্মীরা পুলিশের সঙ্গে তর্কে লিপ্ত হয়ে পুলিশের কর্তব্য কাজে বাধা দেয় ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় পুলিশ মিছিলকারীদের ছত্রভঙ্গ করতে ২৫ রাউন্ড শটগানের গুলি ছোড়ে। এ ঘটনায় পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিএনপি ও যুবদলের ১৩ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status