দেশ বিদেশ

একাদশে ভর্তি

দ্বিতীয় ধাপেও মনোনয়ন পায়নি ৪৭ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:২৮ পূর্বাহ্ন

আবেদন করে দ্বিতীয় মেধা তালিকায় ভর্তির জন্য মনোনয়ন পায়নি প্রায় ৪৭ হাজার শিক্ষার্থী। তাদের মধ্যে বেশকিছু জিপিএ-৫ ধারী শিক্ষার্থী রয়েছে। ভর্তির ২য় ধাপের তালিকা প্রকাশের পর ঢাকা শিক্ষা বোর্ড থেকে এমন তথ্য জানা গেছে। একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সারা দেশে প্রথম ধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করলেও ৯২ হাজারের বেশি শিক্ষার্থী কাঙ্ক্ষিত প্রতিষ্ঠানে মনোনয়ন পায়নি। ফলে বর্তমানে আবেদনকারীর সংখ্যা দাঁড়িয়েছে ১২ লাখ ২৬ হাজার ৬৭০ জন। তাদের মধ্যে মোট ৯ লাখ ৩০ হাজার ৪৯২ জন ভর্তির জন্য নিশ্চয়ন করেছেন। বোর্ড কর্মকর্তারা জানান, একাদশ শ্রেণির প্রথম মেধা তালিকা প্রকাশের পর প্রায় ৬২ হাজার শিক্ষার্থীর কলেজ মনোনীত না হওয়ায় ভর্তি থেকে বঞ্চিত ছিল।  গত বৃস্পতিবার রাতে দ্বিতীয় ধাপের ভর্তির মেধা তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় নতুন করে প্রায় আড়াই লাখ শিক্ষার্থী ভর্তির জন্য মনোনীত হলেও ৪৬ হাজার ৫৩১ জন পছন্দের কলেজে ভর্তি হতে পারছে না। মেধা তালিকায় তাদের নাম না আসায় তারা ভর্তি থেকে বঞ্চিত থাকছেন। তবে তৃতীয় ধাপে তারা আবারো নতুন করে আবেদন করতে পারবেন। এ ব্যাপারে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক মো. হারুন-আর-রশিদ বলেন, প্রথম ধাপে মোট ১৩ লাখ ১৯ হাজার ৬৭৫ জন শিক্ষার্থী আবেদন করে। সেখান থেকে মেধা তালিকায় ১২ লাখ ৩৮ হাজার ২৫২ জনকে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য বিভিন্ন কলেজে মনোনীত করা হয়। প্রথম পর্যায়ে ৯৪ শতাংশ ভর্তির সুযোগ পায়। তিনি বলেন, দ্বিতীয় মেধা তালিকায় কলেজে ভর্তির জন্য মনোনয়ন পায়নি সাড়ে ৪৬ হাজার শিক্ষার্থী। তারা আগামী ২৪শে জুন তৃতীয় পর্যায়ে আবেদন করতে পারবে। ২৫শে জুন দ্বিতীয় মেধার মাইগ্রেশনের ফল ও তৃতীয় মেধা তালিকার ফল প্রকাশ করা হবে। তৃতীয় মেধার শিক্ষার্থীদের নিশ্চয়ন করতে হবে ২৬শে জুন। তৃতীয় পর্যায়ের মনোনীত শিক্ষার্থীদের ভর্তির প্রক্রিয়া চলবে ২৭ থেকে ৩০শে জুন পর্যন্ত। আর ক্লাস শুরু হবে ১লা জুলাই থেকে। তবে বিলম্ব ফি দিয়ে ভর্তির সুযোগ থাকছে জুলাইয়ের মাঝামাঝি সময় পর্যন্ত। ভর্তির সুযোগ না পাওয়ার বিষয়ে জানতে চাইলে কলেজ পরিদর্শক বলেন, সকলেই ভালো কলেজে ভর্তির দিকে নজর থাকে। এ কারণে সেসব কলেজে আবেদন বেশি পড়ে। কিন্তু সেখানে সীমিত আসন থাকায় জিপিএ-৫ ধারী হলেও সকলকে ভর্তির সুযোগ দেয়া সম্ভব হয় না। এ কারণে অনেকে ভর্তির জন্য কোনো কলেজে মনোনীত হয়নি। তবে ভর্তি থেকে কেউ বঞ্চিত হবে না। সারা দেশে পর্যাপ্ত আসন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status