দেশ বিদেশ

গাজীপুরে লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি: রিজভী

স্টাফ রিপোর্টার

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:২৭ পূর্বাহ্ন

গাজীপুরে একতরফা নির্বাচন করতে পুলিশ গোটা এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সেক্ষেত্রে নির্বাচন কমিশন একেবারেই নীরব, নিথর, নিশ্চল, চুপ হয়ে বসে আছে। এসব বিষয়ে প্রতিকার চেয়ে রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ জানানো হলেও পুলিশি অভিযান-হয়রানি অব্যাহত রয়েছে। এখানে নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড যেন এখন দূরের তারা। এই কমিশনের অধীনে কোনো এলাকায় নির্বাচনী মাঠ সমতল হওয়া সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন। রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন। রিজভী বলেন, গাজীপুর সিটি নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির ১২ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হলেও পুলিশ তা স্বীকার করছে না। তিনি বলেন, কোনো মামলা ছাড়াই তাদেরকে সাদা পোশাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে এবং খোঁজও দিচ্ছে না। রিজভী এসব গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের নামের তালিকা প্রকাশ করেন। তারা হলেন- কাশিমপুর অঞ্চলের সদস্য সচিব শাহিন, সদস্য শাহজাহান ডিলার, কোনাবাড়ির আহ্বায়ক ড. মিলন, সদস্য তাইজুল ইসলাম, ৩০নং ওয়ার্ডের বালিয়ারার সদস্য আব্দুস সামাদ, কাউলতিয়া অঞ্চলের সদস্য শাহ আলম, টঙ্গির মরকুন টেকপাড়ার যুগ্ম আহ্বায়ক আবু সায়েম, ৩৬নং ওয়ার্ডের গাছা অঞ্চলের যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, ৪০নং ওয়াডের্র পুবাইল ইছালির সদস্য আব্দুস সামাদ, পুবাইলের সদস্য কাজিমউদ্দিন, ৩৫নং ওয়ার্ডের সানওয়ে মডেল স্কুল কেন্দ্রের কাওসার হোসেন ও ২২নং ওয়ার্ডের শাহাব উদ্দিন। রিজভী বলেন, পুলিশ প্রতিরাতে নির্বাচন পরিচালনা কমিটির নেতাদের গ্রেপ্তারের জন্য বাড়িতে বাড়িতে হানা দিচ্ছে। শুক্রবার রাতে গোয়েন্দা  পুলিশ স্থানীয় বিএনপি নেতা কাওছার হোসেন, গাছা অঞ্চলের ৩৫নং ওয়ার্ডের ছাত্রদলের সাধারণ সম্পাদককে আটক করে। তাদের বিরুদ্ধে কোনো মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা নেই। নেতাকর্মীদের বাসা-বাড়িতে পুলিশ তল্লাশির নামে পরিবারের সদস্য ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি দিচ্ছে।
গাজীপুর ও  নারায়ণগঞ্জ গোয়েন্দা পুলিশ যৌথ উদ্যোগে এসব তল্লাশি চালাচ্ছে, গ্রেপ্তার করছে বলে তিনি জানিয়েছেন। সংবাদ সম্মেলনে দলের কেন্দ্রীয় নেতা এবিএম মোশাররফ হোসেন, আসাদুল করীম শাহিন, তাইফুল ইসলাম টিপু প্রমুখ উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status