বাংলারজমিন

সরকারের সহযোগিতা ছাড়া নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয়: সুজন

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:২৫ পূর্বাহ্ন

কেবল নির্বাচন কমিশনের একার পক্ষে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করা সম্ভব নয় বলে মন্তব্য করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। এজন্য সরকারসহ সংশ্লিষ্ট সকলের সহযোগগিতাও প্রয়োজন। রাজশাহী সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে গতকাল দুপুরে নগরীর একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলনের মাধ্যমে সুজনের নেতারা এ আহ্বান জানান। তারা বলেন, এখন যদি সিটি করপোরেশন সুষ্ঠু না হয়, তাহলে আগামীতে জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জাতিগতভাবে আমরা নতুন সঙ্কটের মুখোমুখি হতে পরি। যা আমাদের একটি অনিশ্চিত ভবিষ্যতের দিকেও নিয়ে যেতে পারে। কারণ নির্বাচন একটি রাষ্ট্রের গণতান্ত্রিক পন্থা, যার মধ্য দিয়ে ভোটাররা তাদের স্বার্থে কাজ করার জন্য পছন্দের যোগ্য প্রার্থীদের প্রতিনিধি হিসেবে বেছে নেওয়ার সুযোগ পান। কিন্তু সেই নির্বাচন প্রক্রিয়া যদি নিয়মতান্ত্রিক না হয়, তবে তা শুধু প্রশ্নবিদ্ধই হয় না, জনগণের কাছে অগ্রহণযোগ্য বলেও বিবেচিত হয়। বিষয়টি বিবেচনায় নিয়ে আমরা মনে করি, নির্বাচন পরিচালনার মূল দায়িত্বে নিয়োজিত সাংবিধানিক প্রতিষ্ঠান হচ্ছে নির্বাচন কমিশন। এর জন্য আসন্ন রাজশাহীসহ তিন সিটি করপোরেশন নির্বাচন এক ধরনের পরীক্ষা। কেননা, এ বছরেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন। সিটি করপোরেশন নির্বাচনগুলো অবাধ, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ তথা সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হলে মানুষের মধ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা সৃষ্টি হবে এবং একাদশ জাতীয় সংসদ নির্বাচনের সুষ্ঠুতা সম্পর্কে আশাবাদ জাগবে। ফলে তা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টিতে সিটি নির্বাচন ইতিবাচক ভূমিকা রাখবে। সংবাদ সম্মেলনে মূল বক্তব্য উপস্থাপন করেন সুজনের এরিয়া কো-অডিনেটর সুব্রত পাল।
এছাড়া সুজন’র জেলা সভাপতি আহমেদ শফি উদ্দিন, মহানগর সভাপতি পিয়ার বক্স ও সদস্য জামাত খান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status