বাংলারজমিন

রংপুর উচ্চবিদ্যালয়ে শতবর্ষ পূর্তি উৎসব

স্টাফ রিপোর্টার, রংপুর থেকে

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:১৬ পূর্বাহ্ন

‘শতবর্ষে শত প্রাণ, বাজুক মনে ঐক্যতান’ স্লোগানে ঐতিহ্যবাহী রংপুর উচ্চবিদ্যালয়ে শতবর্ষপূর্তি উৎসব পালিত হয়েছে। রংপুর উচ্চবিদ্যালয় চত্বরে দুই দিনব্যাপী এ আয়োজনকে ঘিরে বিভিন্ন ব্যাচের শিক্ষার্থী, নবীন-প্রবীণদের যেন এক মিলনমেলা। একে তো ঈদের আনন্দ তার ওপর সহস্রাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকদের উপস্থিতি, কোলাকুলি, কুশল বিনিময়ে শিক্ষাপ্রতিষ্ঠান চত্বর হয়ে ওঠে মুখরিত। এ যেন এক অন্যরকম দৃশ্য। বিশাল প্যান্ডেলজুড়ে মঞ্চে চলে দিনভর বিভিন্ন ব্যাচের শৈশবের কথা, স্মৃতিচারণ, আলোচনাসভা, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফাঁকে ফাঁকে চলে বিভিন্ন ব্যাচের ফটোসেশন। জাতীয় সংগীত গেয়ে পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের প্রথম দিন বেলুন উড়িয়ে দুই দিনব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা। রংপুর উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদ্‌যাপন কমিটির আহ্বায়ক রেজাউল ইসলাম মিলনের সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও উৎসবের প্রধান উপদেষ্টা আবুল মুযন আজাদ, সহকারী প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ সংক্ষিপ্ত বক্তব্য দেন। এরপর ব্যানার, ফেস্টুনসহ বাদ্যযন্ত্র বাজিয়ে নেচে গেয়ে বিশাল র‌্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। দু’দিনব্যাপী অনুষ্ঠানে আগত সকলের জন্য আপ্যায়ন, চিকিৎসা, তদারকিসহ সব ব্যবস্থা নেয় আয়োজক কমিটি। সেই সঙ্গে প্রশাসনের পক্ষ থেকে দেয়া হয় কড়া নিরাপত্তা। উৎসবের চারপাশ ঘিরে মিডিয়াকর্মী যেন সরব ছিল।
এ উৎসবের দ্বিতীয় দিনে প্রধান অতিথির আসন অলংকৃত করেন, রংপুর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রেজাউল করিম রাজু। সংবর্ধনা উপ-কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট এএএম মুনীর চৌধুরীর সঞ্চালনায় রংপুর উচ্চবিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ভাষা সৈনিক আব্দুল গণি সরকার, ফজলার রহমান, মুক্তিযোদ্ধা প্রয়াত জেনারেল মোস্তাফিজুর রহমান বীর বিক্রম, মুক্তিযোদ্ধা নুরুর রসুল চৌধুরী, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফাসহ ২৮ জন মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারকে সম্মাননা প্রদান করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status