বাংলারজমিন

দেবিদ্বারে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

দেবিদ্বার (কুমিল্লা) সংবাদদাতা

২৪ জুন ২০১৮, রবিবার, ৯:১৬ পূর্বাহ্ন

‘খাল ভরাট বন্ধ করুন, কৃষক বাঁচাও-পরিবেশ বাঁচাও’ এ স্লোগানকে সামনে রেখে বেদখলকৃত ও ভরাট খাল পুনরুদ্ধারে ক্ষতিগ্রস্ত প্রায় শতাধিক কৃষক মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে। শুক্রবার সকাল ১১টায় দেবিদ্বার উপজেলার গুনাইঘর (দ.) ইউনিয়নের উজানীকান্দি গ্রামের আওয়ামী লীগ নেতা মো. কবির আহমেদ’র বাড়ির সামনের দখলকৃত খালের পাশে ক্ষতিগ্রস্ত কৃষকরা ওই মানববন্ধন ও প্রতিবাদ সভা করেন। খাল দখলদারদের আইনের আওতায় আনা, দখল ও ভরাটকৃত খাল পুনরুদ্ধারে স্থানীয় প্রশাসন ও প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ক্ষতিগ্রস্থ কৃষকরা। মানববন্ধনে বক্তারা বলেন, জীববৈচিত্র ও পরিবেশ ভারসাম্য রক্ষা এবং জলাবদ্ধতা নিরসনে নদী, খাল, দীঘি, পুকুর, নালা জলাশয় ভরাট ও দখল বন্ধে এবং দখলকৃত সরকারী সম্পত্তি উদ্ধারে প্রধানমন্ত্রীর নির্দেশ উপেক্ষা করে দেবিদ্বারের স্থানীয় কিছু প্রভাবশালী লোক জোরপূর্বক সরকারি খাল দখল ও ভরাট করেছে। তারা ওই খালের জায়গায় বাড়ি-ঘর-ব্যবসা প্রতিষ্ঠান, পোল্ট্রি ও মৎস্য খামার তৈরি কারেছেন। ফলে এলাকায় জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। শুধু মাত্র উপজেলার ১০নং গুনাইঘর (দ.) ইউনিয়ন পরিষদ’র উজানীকান্দি গ্রামে সড়কের দু’পাশের মাঠের ৩শ’ একর জমির ফসল বিগত ৮/১০ বছর ধরে কৃষকরা ঘরে তুলতে পারছেন না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status