বাংলারজমিন

রোহিঙ্গা ক্যাম্পে ওষুধ নিয়ে গেল ওসমানী মেডিকেলের টিম

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২৪ জুন ২০১৮, রবিবার, ৭:৫৮ পূর্বাহ্ন

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে মাহবুবুল হকের পক্ষ থেকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে মেডিকেল টিম ও ওষুধ পাঠানো হয়েছে। বিকালে ওষুধ নিয়ে মেডিকেল টিমের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পের উদ্দেশে রওনা দিয়েছেন। এ উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানে ওসমানী হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একে মাহবুবুল হক জানিয়েছেন, রোহিঙ্গা ক্যাম্পে থাকা শরণার্থীদের চিকিৎসার জন্য এই টিম পাঠানো হয়েছে। আর হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতায় ১ লাখ ২০ হাজার টাকার ওষুধ ক্রয় করে তাদের সঙ্গে পাঠানো হয়। তিনি বলেন, ওষুধ প্রয়োজন হলে আরো পাঠানো হবে। মেডিকেল টিমের সদস্যদের মধ্যে রয়েছেন- বিএনএর প্রচার সম্পাদক ও নার্সিং কর্মকর্তা মো. নজির আলম, দপ্তর সম্পাদক ইমরান আহমদ তাপাদার, নার্সিং কর্মকর্তা সাব্বির আহমদ তাপাদার, নার্সিং কর্মকর্তা সমির চন্দ্র দাশ, নার্সিং কর্মকর্তা আওলাদ হোসেন। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- হাসপাতালের উপপরিচালক ডা. দেবপদ রায়, সিনিয়র স্টোর অফিসার ডা. স্বাধীন কুমার দাস, আবাসিক চিকিৎসক মেডিসিন ডা. আবু নাইম মোহাম্মদ, অ্যাডভোকেট মঞ্জুরুল হক তাপাদার, সেবা তত্ত্বাবধায় শিউলী আক্তার, উপ-সেবা তত্ত্বাবধায়ক ইলা রানী দেব, ভারপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তা সাইফুল মালেক খান, নার্সিং সুপার ভাইজার পরিমল বণিক, বিএনএর সভাপতি শামীমা নাসরিন, বিএনএর সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক, কোষাধ্যক্ষ নিফুফা ইয়াসমীন, যুগ্ম সাধারণ সম্পাদক সোলেমান আহমদ, সাংগঠনিক সম্পাদক অরবিন্দ চন্দ্র দাশ প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status