বাংলারজমিন

বগুড়ার ৯২ চেয়ারম্যানকে পিডি’র কার্যালয়ে তলব

বগুড়া প্রতিনিধি

২৪ জুন ২০১৮, রবিবার, ৭:৫৪ পূর্বাহ্ন

বাৎসরিক অডিটে বিভিন্নখাতে অনিয়ম-দুর্নীতির অভিযোগে বগুড়ার ৯২ ইপি চেয়ারম্যানকে তলব করেছে প্রজেক্ট ডিরেক্টর (পিডি)। আজ রোববার (২৪শে জুন) ঢাকায় তাদের হাজিরা দেয়ার কথা আছে। খোঁজ নিয়ে জানা যায়, ইতিমধ্যেই অভিযুক্ত চেয়ারম্যানরা জবাব দেয়ার জন্য ঢাকায় পৌঁছেছেন। বগুড়ার ১০৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মধ্যে বাৎসরিক রিপোর্টে ৯২ ইইনিয়নের চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন প্রকল্পে দুর্নীতি অনিয়ম ধরা পরেছে। এলজিএসপি প্রতিবছর প্রত্যেক চেয়ারম্যানের কার্যক্রম অডিট করে থাকে। এবারো সেই ধারাবাহিকতায় একটি প্রতিষ্ঠান অডিট করেছে। সেই অডিটে জন্ম নিবন্ধনের ফি সরকারি কোষাগারে জমা না দেয়া, রাস্তাঘাটের উন্নয়নে দুর্নীতি, সংস্কার কাজে অনিয়মসহ বিভিন্ন প্রকল্পে চেয়ারম্যানদের দুর্নীতির প্রমাণ মিলেছে। ফলে এসব অডিট রিপোর্টের জবাব দিহিতার জন্য প্রজেক্ট ডিরেক্টর তার কার্যালয়ে এসব অভিযুক্ত চেয়ারম্যানদের তলব করেছেন। এখানে প্রত্যেক চেয়ারম্যানকে এসব অনিয়মের জবার চাওয়া হবে। উপযুক্ত জবাব দিতে না পারলে তাদের জরিমানাও গুণতে হতে পারে।
স্থানীয় সরকার বগুড়ার উপ-পরিচালক সুফিয়া নাজিম চেয়ারম্যানদের ঢাকায় তলব করার কথা স্বীকার করে জানান, অডিটে এসব চেয়ারম্যানদের বিভিন্ন বিষয়ে আপত্তি আছে। সেই আপত্তির নিষ্পত্তির জন্যই এলজিএসপি’র প্রজেক্ট ডিরেক্টর তার কার্যালয়ে এসব অভিযুক্ত চেয়ারম্যানদের ডেকেছেন। তিনি আরো জানান, প্রজেক্ট ডিরেক্টর চেয়ারম্যানদের কথা শোনার পরেই তাদের বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। সেখানে তাদের জরিমানাও হতে পারে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status