বিনোদন

তথ্যচিত্র ভিত্তিক চলচ্চিত্রে কায়েস আরজু

স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০১৮, শনিবার, ১১:৫২ পূর্বাহ্ন

তথ্যচিত্র ভিত্তিক চলচ্চিত্র ‘মাটির প্রাণ’-এ অভিনয় করছেন কায়েস আরজু। গত ২১ জুন ঢাকার অদূরে টাঙ্গাইল ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম লোকেশনে তথ্যচিত্র ভিত্তিক এ চলচ্চিত্রটির দৃশ্যধারণের কাজ শুরু হয়। এটি নির্মাণ করছেন রিয়াজুল রিজু। এ চলচ্চিত্রের অভিনেতা কায়েস আরজু বলেন, গল্পটি খুবই সুন্দর। অন্যদিকে রিজু ভাই এর সাথে অনেকদিন যাবতই কাজ করার ইচ্ছে থাকলেও ব্যাটেবলে মিলে উঠেনি, এবার ফাইনালি কাজ করছি। টিমটি খুবই ভালো, যার ফলে কাজটি সুন্দর হচ্ছে। আশা করছি, দর্শকদের ভিন্নধর্মী গল্পের এ কাজটি ভালো লাগবে। কারুকাজ প্রোডাকশনের এ চলচ্চিত্রের গল্প লিখেছেন তির্থক আহসান রুবেল। এতে বিভিন্ন চরিত্রে আরো অভিনয় করছেন মিহি আহসান, হারুন রশিদ, নাট্য নির্মাতা রাজু খান, তাসলিমা মুক্তা, সাজু মাহাদী, আশরাফুল আশীষ, সেলজুক তারিক, মুন্না আহসান, তরঙ্গ আনোয়ার, জহির সংকেত, ইরাসহ অনেকে। এ  প্রসঙ্গে নির্মাতা রিয়াজুল রিজু বলেন, বাঙালিদের প্রধান চালিকা ক্ষেত্র কৃষি এবং কৃষকদের  নিয়ে এই তথ্যচিত্র ভিত্তিক চলচ্চিত্রটি নির্মাণ করছি। সরাসরি কৃষকদের মুখে হাসি ফোটানোর দ্বারা দেশের খাদ্য ঘাটতি পূরণ করাই এই চলচ্চিত্রটির প্রধান উদ্দেশ্য। যা পৃষ্ঠপোষকতা করছে পারটেক্স এগ্রো লিমিটেড। তথ্যচিত্র ভিত্তিক এ চলচ্চিত্রটি আগামী মাসে আনুষ্ঠানিক প্রথম প্রদর্শনীর মধ্য দিয়ে দেশের প্রত্যেক ইউনিয়নে কৃষকদেরকে বিনামূল্যে দেখানো হবে বলে জানা যায়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status