বিশ্বজমিন

ইসরাইলি প্রধানমন্ত্রীর স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠন

মানবজমিন ডেস্ক

২৩ জুন ২০১৮, শনিবার, ২:৪৫ পূর্বাহ্ন

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুর স্ত্রী সারা নেতানিয়াহুর বিরুদ্ধে প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগ আনা হয়েছে। ২০১০ থেকে ২০১৩ সালের মধ্যে অভিজাত রেস্তোরাঁ থেকে খাবার কিনতে রাষ্ট্রীয় তহবিলের ১ লাখ ডলার খরচ করেছেন তিনি। এ কারণেই এই অভিযোগ এনেছে দেশটির সরকারী কৌঁসুলিরা। তারা বলছেন, অজুহাত হিসেবে সারা নেতানিয়াহু বলেছেন, তার বাসায় পাচক ছিল না বলেই সরকারী টাকায় খাবার আনিয়ে খেয়েছেন তিনি। তবে এই দাবি পরে মিথ্যা বলে প্রমাণিত হয়।
স্থানীয় পত্রিকা হারেৎস লিখেছে, সারা নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারী বাসভবনে পাচক থাকলে বাইরে থেকে খাবার আনানোর বিরুদ্ধে নিয়ম আছে। তিনি এই নিয়মের কথা জানতেন। কিন্তু তা সত্ত্বেও, পাচক থাকা অবস্থায় তিনি বিলাসবহুল রেস্তোরাঁ থেকে সরকারী টাকায় খাবার আনিয়েছেন। শুধু তা-ই নয়, পরে বিষয়টি জানাজানি হওয়ার পর তিনি দাবি করেন তার ঘরে পাচক ছিল না। পাচকের নিয়োগের কাগজপত্র লুকিয়ে তিনি বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।
সারা নেতানিয়াহুর পাশাপাশি অভিযুক্ত হয়েছেন এজরা সাইদফ। তিনি ঘটনার সময় প্রধানমন্ত্রীর দপ্তরের উপ মহাপরিচালক ছিলেন।
সাম্প্রতিক সময়ে প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহু ও তার স্ত্রী সারাহর বিরুদ্ধে তদন্ত করেছে দেশটির কর্তৃপক্ষ। প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তদন্ত করছে পুলিশ। তার বিরুদ্ধে ধন্যাঢ্য ব্যবসায়ীদের কাছ থেকে অর্থের বিনিময়ে বিভিন্ন সুপারিশ করার অভিযোগ রয়েছে।
সারা নেতানিয়াহুর বিরুদ্ধে বিলাসী খাবারদাবারের জন্য অভিযোগ আনার কথা অনেক আগেই জানিয়েছিল ইসরাইলের বিচার মন্ত্রণালয়ের। বেশ কয়েক বছর ধরেই তার বিরুদ্ধে বিলাসবহুল জীবন যাপনের অভিযোগ তুঙ্গে।
অভিযোগ গঠনের প্রতিক্রিয়ায় প্রধানমন্ত্রী বলেছেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই। তার নিজের বিরুদ্ধে চলমান তদন্তকে তিনি মিডিয়ার ‘উইচ হান্ট’ বলে বর্ণনা করেন।
চল্লিশ বছর আগে ইসরাইলের প্রাক্তন প্রধানমন্ত্রী ইৎঝ্যাক রবিনের স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ গঠিত হলে তিনি পদত্যাগ করেন। তবে এবার নেতানিয়াহু পদত্যাগ করবেন না। তবে খোদ তার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেল অভিযোগ গঠন করলে তার পদে টিকে থাকা মুশকিল হয়ে যাবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status