প্রথম পাতা

নাইজেরিয়ার জয়ে আশা বাড়লো আর্জেন্টিনার

স্পোর্টস ডেস্ক

২৩ জুন ২০১৮, শনিবার, ২:৩২ পূর্বাহ্ন

আইসল্যান্ডের বিপক্ষে জোড়া গোল করার পর উচ্ছ্বসিত আহমেদ মুসা

বিশ্বকাপে টিকে থাকতে হলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিলনা নাইজেরিয়ার। তবে প্রথম ম্যাচে হারের পর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়লো আফ্রিকার দেশটি। গতকাল বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আহমেদ মুসার জোড়া গোলে আইসল্যান্ডকে ২-০ গোলে হারায় তারা। অন্যদিকে নাইজেরিয়ার এ জয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা বাড়লো আর্জেন্টিনার। এবারের আসরে দুই ম্যাচে দুই জয়ে ‘ডি’ গ্রুপ থেকে সবার শেষ ষোল’র টিকিট নিশ্চিত করেছে ক্রোয়েশিয়া। দুই ম্যাচে এক জয়ে তিন পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নাইজেরিয়া। আর এক ড্র ও এক হারে আর্জেন্টিনা ও আইসল্যান্ডের পয়েন্ট সমান ১। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় তৃতীয় স্থানে রয়েছে আইসল্যান্ড। আর চার নম্বরে আসরের দুই বারের চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী সোমবার আর্জেন্টিনার মুখোমুখি হবে নাইজেরিয়া। একই দিনে ক্রোয়েশিয়ার মুখেমুখি হবে আইসল্যান্ড। এদিন নাইজেরিয়া ও আর্জেন্টিনার মধ্যকার জয়ী দলেরই সম্ভাবনা রয়েছে পরবর্তী রাউন্ডে যাওয়ার। তবে অন্য ম্যাচে ক্রোয়েশিয়াকে জয় কিংবা ড্র করতে হবে। এবারের আসরে নিজেদের প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার কাছে ২-০ গোলে হার দেখে নাইজেরিয়া। অন্যদিকে নিজেদের প্রথম ম্যাচে আর্জেন্টিনার সঙ্গে ১-১ গোলে ড্র করে চমক দেখায় প্রথম বারের মতো বিশ্বকাপে খেলতে আসা আইসল্যান্ড। গতকাল রাশিয়ার ভলগ্রোগাদে প্রথমার্ধে দু’দল সমানে লড়লেও দ্বিতীয়ার্ধে একচ্ছত্র আধিপত্য দেখায় নাইজেরিয়া। বল পজিশনেও এগিয়ে ছিল আফ্রিকার পাওয়ার হাউস খ্যাত দেশটি। পুরো ম্যাচে ৬২% বল নিজেদের দখলে রাখে তারা। আইসল্যান্ডের গোলপোস্টে ১৬টি শট নেয় নাইজেরিয়া। অন্যদিকে পুরো ম্যাচে নাইজেরিয়ার গোলপোস্টে মাত্র নয় বার শট নেয় ২০১৬’র ইউরো চ্যাম্পিয়নশীপে কোয়ার্টার ফাইনালে খেলা আইসল্যান্ড। এদিন ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্বক ফুটবল খেলতে থাকে দু’দল। পরে ৪৯তম মিনিটে এগিয়ে যায় নাইজেরিয়া। ডান দিক থেকে ভিক্টর মোজেসের পাসে ডি-বক্সে দারুণ নিয়ন্ত্রণ নিয়ে হাফ ভলি শটে গোল করেন আহমেদ মুসা। ৭৮তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করতে পারতো নাইজেরিয়া। কিন্তু মুসার শট প্রতিপক্ষের গোলপোস্টে লাগলে গোল বঞ্চিত হয় তারা। এর পরের মিনিটে ডি-বক্সে দুইজনকে কাটিয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলটি করেন আহমেদ মুসা। জাতীয় দলের জার্সি গায়ে এ নিয়ে ১৫ গোল করলেন তিনি। গত ব্রাজিল বিশ্বকাপে গ্রুপ পর্বে আর্জেন্টিনার বিপক্ষে জোড়া গোল করেছিলেন লেস্টার সিটির এ ফুটবলার। ৮৩ মিনিটে ব্যাবধান কমানোর সুযোগ পায় আইসল্যান্ড। কিন্তু পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন মিডফিল্ডার জিলপি সিগুর্ডসন। নিজেদের ডি-বক্সে আইসল্যান্ডের ফরোয়ার্ড আলফ্রেড ফিনবোগাসনকে বাজে ট্যাকল করেন নাইজেরিয়ার ডিফেন্ডার ট্রেয়ন ইবুয়ে। কিন্তু প্রথমে রেফারির চোখ এড়ালেও পরে ভিডিও অ্যাসিসট্যান্ট রেফারির (ভিএআর) সহায়তায় পেনাল্টি পায় আইসল্যান্ড। নিজেদের ফুটবল ইতিহাসে এ নিয়ে দুই বার মুখোমুখি হলো দু’দল। এর আগে ১৯৮১তে প্রথম দেখায় ৩-০ গোলে জয় পায় আইসল্যান্ড।


নাটকীয় জয় সুইজারল্যান্ডের
এবারের বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে নাটকীয় জয়ে পেয়েছে সুইজারল্যান্ড। গতকাল জাদরান শাকিরির অন্তিম সময়ের গোলে সাবির্য়াকে ২-১ গোলে হারায় তারা। এ জয়ে দ্বিতীয় রাউন্ডে খেলার আশা আরো জোড়ালো করলো সুইজারল্যান্ড। আগামী মঙ্গলবার কোস্টারিকার মুখোমুখি হবে তারা। এ ম্যাচে হার এড়ালেই পরবর্তী রাউন্ডের টিকিট কাটবে ইউরোপের দেশটি। একই দিনে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামবে সার্বিয়া। তবে ঐ ম্যাচে ব্রাজিলকে হারালে শেষ ষোলতে উঠার আশা থাকবে সার্বিয়ার। এবারের আসরে এর আগে নিজেদের প্রথম ম্যাচে কোস্টারিকাকে ১-০ গোলে হারায় সার্বিয়া। অন্যদিকে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র করে সুইজারল্যান্ড। এদিন রাশিয়ার কালিনিনগ্রাদে ম্যাচের পঞ্চম মিনিটে এগিয়ে যায় সার্বিয়া। ডান দিক থেকে ডুসান টেডিকের ক্রসে হেডে গোল করেন ফরোয়ার্ড আলেকজান্ডার মিত্রভিচ। এবারের আসরে এটি যে খেলোয়াড়ের তৃতীয় দ্রুততম গোলের রেকর্ড। এর আগে আসরে প্রথম ও দ্বিতীয় দ্রুততম গোলটি করেন পর্তুগিজ ফরোয়ার্ড ক্রিস্টিয়ানো রোনালদো। এর আগে স্পেন ও মরক্কোর বিপক্ষে ম্যাচের চতুর্থ মিনিটে গোল করেন তিনি। ৩০ মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন সুইস ফরোয়ার্ড ভøাদিমির স্টোকোভিচ। ৫৩ মিনিটে সমতায় ফেরে র‌্যাঙ্কিংয়ে ছয় নম্বরের দল সুইজারল্যান্ড। ডি-বক্সের বইরে থেকে দুর্দান্ত এক শটে গোল করেন মিডফিল্ডার গ্রানিথ শাকা। ৫৭তম মিনিটে এগিয়ে যেতে পারতো সুইজারল্যান্ড। কিন্তু জারদান শাকিরি শট বাঁকানো শট গোলপোস্টে লাগলে গোল বঞ্চিত হয় তারা। এর পরে দু’দলই আক্রমণ পাল্টা আক্রমণ চালায়। পরে ম্যাচের ৮৯ মিনিটে সুইজারল্যান্ডের হয়ে জয়সূচক গোলটি করেন জারদান শাকিরি। এ ম্যাচে মোট ২৩ বার ফাউলের শিকার হন দু’দলের খেলোয়াড়রা। তিনটি হলুদ কার্ড দেখেন সার্বিয়ার খেলোয়াড়রা। নিজেদের ফুটবল ইতিহাসে এ নিয়ে দুই বার মুখোমুখি হলো সার্বিয়া ও সুইজারল্যান্ড। এর আগে দু’দলের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এ নিয়ে দশম বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে সুইজারল্যান্ড। আসরে তাদের বড় সাফল্য তিন বার কোয়ার্টার ফাইনালে খেলা। গত আসরে দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরে বিদায় নেয় সুইজারল্যান্ড।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status