ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

জয়হীন আর্জেন্টাইন কোচেরাও

স্পোর্টস ডেস্ক

২৩ জুন ২০১৮, শনিবার, ১০:০৭ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে পাঁচটি দলের ডাগআউট সামলাচ্ছেন আর্জেন্টাইন কোচেরা। আর আসরে পাঁচ দলের এ পর্যন্ত ৯ ম্যাচে কোনো আর্জেন্টাইন কোচই জয়ের দেখা পাননি। এমন সবশেষ ঘটনায় ক্রোয়েশিয়ার কাছে ৩-০ গোলে হার দেখে স্বদেশি কোচ হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনা। এর আগে রাশিয়ার কাছে ৩-১ গোলে এবং উরুগুয়ের বিপক্ষে ১-০ ব্যবধানে হার দেখে আর্জেন্টাইন কোচ হেক্টর কুপারের মিশর। আসরে টানা দুই ম্যাচে হার দেখেছে আর্জেন্টাইন কোচ রিকার্ডো গারেকার পেরুও। ‘এইচ’ গ্রুপে নিজেদের প্রথম খেলায় জাপানের কাছে ২-১ গোলে হেরে মাঠ ছাড়ে অপর আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানের কলম্বিয়া। বিশ্বকাপে এশিয়ার প্রথম দল হিসেবে দক্ষিণ আমেরিকার কোনো দলের বিপক্ষে জয়ের ইতিহাস গড়ে জাপানিজরা। এর আগে ‘বি’ গ্রুপে ডেনমার্ক ও ফ্রান্সের বিপক্ষে ভালো খেলেও দুই ম্যাচেই ১-০ ব্যবধানে হারের হতাশায় ডোবে পেরুভিয়ানরা । ডেনমার্কের বিপক্ষে ম্যাচে পেনাল্টি মিস করে পেরু । ‘এ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের কাছে ১-০ গোলে হার মানে কোচ হেক্টর কুপারের মিশর। এবারের বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আর্জেন্টাইন বংশোদ্ভূত স্প্যানিয়ার্ড কোচ হুয়ান আন্তোনি পিজ্জির সৌদি আরবকে ৫-০ গোলে বিধ্বস্ত করে স্বাগতিক রাশিয়া। আর গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলে হার দেখে সৌদি আরব। আসরের ডি গ্রুপে হোর্হে সাম্পাওলির আর্জেন্টিনাকে ১-১ গোলের ড্র’তে রুখে দেয় বিশ্বকাপে নবাগত দল আইসল্যান্ড। ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে পেনাল্টি মিস করেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status