খেলা

গ্যালারিতে মদ গিলে চাকরিই গেল

স্পোর্টস ডেস্ক

২৩ জুন ২০১৮, শনিবার, ৯:৫৭ পূর্বাহ্ন

লুইস ফিলিপে গোমেজ, কাজ করতেন কলম্বিয়ান এয়ারলাইন্স আভিঙ্কা কার্গোতে। ইউরোপ-এশিয়ার আঞ্চলিক ম্যানেজার হিসেবে। ১৯শে জুন মাঠে বসে দেখেছেন কলম্বিয়া-জাপানের খেলা। সেসময় টুইটারে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যে ভিডিও পোস্টের পরপরই চাকরি চলে গেছে তার। ভিডিওতে দেখা যায়, বিশ্বকাপের ম্যাচ চলাকালে এক নকল দূরবীনের ভেতর থেকে মদ ঢেলে হৈ-হুল্লোড় করে পান করছেন লুইস ও একদল কলম্বিয়ান সমর্থক। ভিডিওটি ঘিরে চলছে বিতর্কের ঝড়। লুইসদের এমন কাণ্ডে কলম্বিয়ানদের মাথা নিচু করে দিয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কঠিন প্রতিক্রিয়া জানিয়েছেন বিশ্বকাপের খেলা দেখতে আসা দেশটির সমর্থকরা। এক সমর্থক লিখেছেন, ‘এ বিষয় অনেকটা স্যুটকেসে করে মাদক পাচারের মতো।’ অপকর্ম করার শাস্তি হিসেবে ভিডিও পোস্টের পরদিনই চাকরি হারিয়েছেন লুইস। টুইটারে পোস্ট দিয়েই তার চাকরি কেড়েছে আভিঙ্কা কার্গো। সেখানেই শেষ নয়, রাশিয়া বিশ্বকাপের ফ্যান আইডি কেড়ে নেয়া হয়েছে তার। পাঠিয়ে দেয়া হয়েছে দেশেও। এবারের বিশ্বকাপের এইচ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে জাপানের কাছে ২-১ গোলের হার নিয়ে মিশন শুরু করে রাদামাল ফ্যালকাওদের কলম্বিয়া। বিশ্বকাপের ইতিহাসে দক্ষিণ আমেরিকান কোন দেশের বিপক্ষে এশিয়ার দলের প্রথম জয়ের ঘটনা এটি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status