শেষের পাতা

৩ সিটিতে আওয়ামী লীগের প্রার্থী কামরান, লিটন, সাদিক

স্টাফ রিপোর্টার

২৩ জুন ২০১৮, শনিবার, ৯:২৯ পূর্বাহ্ন

সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মেয়র প্রার্থী চূড়ান্ত করেছে। সিলেটে দলীয় প্রার্থী হিসেবে লড়বেন সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান। রাজশাহীতে লড়বেন সাবেক মেয়র এ এইচ খায়রুজ্জামান লিটন। বরিশালে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ। গতকাল সন্ধ্যায় আওয়ামী লীগের স্থানীয় সরকার মনোনয়ন বোর্ড তাদেরকে দলীয় প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়। আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে তার সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়। আগামী ৩০শে জুলাই সিলেট, রাজশাহী ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। বৈঠক সূত্র জানায়, কুড়িগ্রাম-৩ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে এমএ মতিনকে মনোনয়ন দেয়া হয়। এ আসনে উপনির্বাচন হবে আগামী ২৫শে জুলাই। সভায় দশটি ইউনিয়ন, তিনটি উপজেলা ও পাঁচটি পৌরসভা নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। তিন সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন ১২ জন। বুধবার পর্যন্ত বরিশালের পাঁচজন, সিলেটের ছয়জন ও রাজশাহীতে একমাত্র প্রার্থী হিসেবে এইচএম খায়রুজ্জামান লিটন দলীয় মনোনয়নপত্র জমা দেন। লিটন নগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র। সিলেট সিটির জন্য দলীয় মনোনয়ন জমা দিয়েছিলেন, বদরউদ্দিন আহমেদ কামরান, আসাদউদ্দিন আহমদ, ফয়জুর আনোয়ার আলাউর, অধ্যাপক জাকির হোসেন, আজাদুর রহমান আজাদ, মাহি উদ্দিন আহমেদ সেলিম। তাদের মধ্যে মনোনয়ন পাওয়া বদরউদ্দিন আহমেদ কামরান নগর আওয়ামী লীগের সভাপতি ও কেন্ত্রীয় কমিটির সদস্য। বরিশাল সিটির মেয়র প্রার্থী হতে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি খান আলতাফ হোসেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, সহ-সভাপতি মীর আমিন উদ্দিন ও সদস্য মাহমুদুল হক খান। দলীয় মনোনয়ন পাওয়া সাদিক আবদুল্লাহ দলের কেন্দ্রীয় নেতা আবুল হাসনাত আবদুল্লাহর ছেলে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status