দেশ বিদেশ

রাজশাহীতে আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের সংঘর্ষ

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২৩ জুন ২০১৮, শনিবার, ৮:৩৬ পূর্বাহ্ন

রাজশাহীর নগরীর ফায়ার সার্ভিস মোড় এলাকায় আর্জেন্টিনা ও ব্রাজিলের সমর্থকদের মধ্যে মারমারিতে তিনজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার গভীর রাতে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- আর্জেন্টিনার সর্মথক নোবেল মিয়া, ব্রাজিল সমর্থক আওলিয়া, সিপলু রাকিব। আহতদের রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এ ঘটনায় জড়িত দুজনকে আটক করেছে পুলিশ। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গত বিশ্বকাপ ফুটবলে ব্রাজিল হেরে গেলে আওলিয়া নামে ব্রাজিলের এক সমর্থককে মারধর করে আর্জেন্টিনার সমর্থকরা। গত বৃহস্পতিবার রাতে আর্জেন্টিনা ৩-০ গোলে ক্রোয়েশিয়ার কাছে হেরে যাওয়াকে কেন্দ্র করে ব্রাজিল সমর্থক আওলিয়া ও আর্জেন্টিনার সমর্থক নোবেলের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রাত আড়াইটার দিকে ধারালো অস্ত্র নিয়ে তাদের মধ্যে মারামারির ঘটনাও ঘটে। এ সময় ব্রাজিল সমর্থক আওলিয়া, সিপলু রাকিব ও সোহেল রানা আর্জেন্টিনার সমর্থক নোবেলকে মারধর ও ছুরিকাঘাত করে। খবর পেয়ে আর্জেন্টিনার কয়েকজন সমর্থক এসে আওলিয়া ও সিপলুকে মারধর করে পালিয়ে যায়। পরে আহতদের উদ্ধার করে রামেক হাসপাতালের ৩১ ও ৫ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, নোবেলের ডান হাত ও গলায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রাতেই চিকিৎসাধীন অবস্থায় ব্রাজিলের আওলিয়াকে আটক করে বোয়ালিয়া থানা পুলিশ। আর নোবেলের অবস্থা গুরুতর হওয়ায় তাকে আটক অবস্থায় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমানউল্লাহ জানান, গত বছরের খেলা নিয়ে তাদের বিরোধ ছিলো। দুই পক্ষের দুইজন আওলিয়া ও নোবেলকে আটক করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status