বিশ্বজমিন

মার্কিন পণ্যের ওপর ইইউ’র শুল্ক আরোপের সিদ্ধান্ত কার্যকর

মানবজমিন ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ১১:০০ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শুল্ক আরোপের সিদ্ধান্ত আজ থেকে কার্যকর হচ্ছে। ফলে এখন থেকে ইইউভুক্ত দেশগুলোতে পণ্য রপ্তানি করতে যুক্তরাষ্ট্রকে পণ্যভেদে ২৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক দিতে হবে। ইউরোপীয় পণ্যের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপের সিদ্ধান্তের বিপরীতে এ পদক্ষেপ নিল ইইউ। এ খবর দিয়েছে বিবিসি।
খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের ওপর প্রতিশোধ নিতে মার্কিন পণ্যের ওপর শুল্ক আরোপ করেছে ইইউ। শুক্রবার থেকে ইইউতে রপ্তানিকৃত প্রায় ২৮০ কোটি ইউরো সমমূল্যের পণ্যের জন্য ২৫ থেকে ৫০ শতাংশ শুল্ক দিতে হবে যুক্তরাষ্ট্রকে। ইইউ’র শুল্কের আওতায় রয়েছে মার্কিন হুইস্কি, মোটরসাইকেল, অরেঞ্জ জুস, তামাক, কাঠবাদামসহ আরো কিছু পণ্য। এ বিষয়ে ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট জ্য ক্লদ জাঙ্কার বলেন, ইউরোপীয় পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক আরোপের সিদ্ধান্ত সকল যৌক্তিকতা ও ঐতিহাসিক পরম্পরাকে ভঙ্গ করেছে।
এদিকে, আমদানিকৃত ২৯টি মার্কিন পণ্যের ওপর করবৃদ্ধি করেছে ভারত। এর মধ্যে স্টিল, লোহা, কাজুবাদামসহ কয়েকটি কৃষিজাত পণ্য রয়েছে। আগামী ৪ই আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। ভারতে সবচেয়ে বেশি কাজুবাদাম রপ্তানি করে যুক্তরাষ্ট্র। তাই বিশ্লেষকরা মনে করছেন, ভারতে পণ্যটির ওপর কর বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের ওপর ব্যাপক প্রভাব ফেলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status