ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

মেসিদের ঘুরে দাঁড়ানোর ম্যাচ

ডি মারিয়া, রোহো, বিলিয়া সাইডবেঞ্চে

সামন হোসেন, নিঝনি নোভগোরোদ থেকে

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১১:৩৩ পূর্বাহ্ন

ছবি: সামন হোসেন

মস্কো থেকে হাজারো আর্জেন্টাইন দর্শকের একটা পথ নিজনি নভোগরদ। চার ঘণ্টার ট্রেন ভ্রমন শেষে সবার গন্তব্য নিঝনি নোভগোরোদ স্টেডিয়াম। যেখানে বাঁচা মরার লড়াইয়ে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। সকাল সাতটার হাইস্প্রিড ট্রেনে আর্জেন্টিনার সমর্থকদের সফরসঙ্গী হয়ে ১২টার মধ্যে চলে আসি স্টেডিয়ামে। উদ্দেশ্য মেসি ম্যাজিক দেখা। দীর্ঘ নয় ঘণ্টা অপেক্ষার পালা শেষে ম্যাচ শুরুর অপেক্ষায়। এরই মধ্যে মাঠে অনুশীলন শুরু করেছে দু’দল। একাদশও ঘোষণা হয়েছে। আইসল্যান্ডের একাদশে তিনটি পরিবতর্ন এনেছে আর্জেন্টিনা। ডি মারিয়া, লুকাস বিলিয়ার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন এনজো পেরেজ এবং গ্যাব্রিয়েল মার্কাদো। তাছাড়া মার্কোস রোহোর পরিবর্তে দলে এসেছেন আকুনিয়া। অন্যদিকে ক্রোয়েশিয়া একাদশে একটি পরিবর্তন এনেছেন দলের কোচ দালিচ জ্লাতকো। ক্রামারিচের বদলে সুযোগ পাচ্ছেন ব্রোজোভিচ।

আর্জেন্টিনা একাদশ
কাবায়েরো, ওটামেন্ডি, সালভিও, মার্কাদো, তাগলিয়াফিকো, মাসেরানো, এনজো পেরেজ, আকুনিয়া, মেসি, আগুয়েরো ও মেজা।
ক্রোয়েশিয়া একাদশ : ড্যানিয়েল সুবাসিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগজ ভিদা, সিমে ভ্রাসালকো, ডেজান লভরেন, মারসেলো ব্রজোভিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান রাকিটিচ, আনতে রেবিক, মারিও মানজুকিচ ও ইভান পেরেসিচ।

ক্রোয়েশিয়া একাদশ
ড্যানিয়েল সুবাসিচ, ইভান স্ট্রিনিচ, ডোমাগজ ভিদা, সিমে ভ্রাসালকো, ডেজান লভরেন, মারসেলো ব্রজোভিচ, লুকা মদ্রিচ (অধিনায়ক), ইভান রাকিটিচ, আনতে রেবিক, মারিও মানজুকিচ ও ইভান পেরেসিচ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status