ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

গোল বাতিলের কারণে হাসপাতালে ইরানের কোচিং স্টাফ

স্পোর্টস ডেস্ক

২২ জুন ২০১৮, শুক্রবার, ১০:০৩ পূর্বাহ্ন

নিজেদের প্রথম ম্যাচে শেষ মুহূর্তের গোলে মরক্কোর বিপক্ষে পূর্ণ ৩ পয়েন্ট পেয়েছিল ইরান। দ্বিতীয় ম্যাচে স্পেনের বিপক্ষেও পেতে পারত ন্যূনতম ১ পয়েন্ট। কিন্তু ভিডিও এসিসট্যান্ট রেফারির (ভিএআর) কারণে বাতিল হয়ে যায় তাদের করা গোল। আর এই গোল বাতিলের সিদ্ধান্ত সইতে না পেরে গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন ইরানের কোচিং ম্যানেজম্যান্টের এক সদস্য। বুধবার স্পেনের বিপক্ষে ম্যাচে শক্ত ডিফেন্স গড়ে ইনিয়েস্তা-কস্তাদের আটকে রেখেছিল ইরান। তবে ৫৪তম মিনিটে গোল পেয়ে যান স্পেনের ব্রাজিলিয়ান বংশোদ্ভূত ফরোয়ার্ড দিয়েগো কস্তা। ৬৪তম মিনিটে সেই গোল শোধও করে ফেলেছিল ইরান। কিন্তু ইরানি খেলোয়াড়রা উল্লাসে মেতে ওঠার পর ভিএআরের মাধ্যমে জানা যায়, গোলটি ছিল অফসাইড। ফলে বাতিল হয়ে যায় এই গোল। রেফারির এমন সিদ্ধান্তে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছে ইরানের কোচিং ম্যানেজম্যান্টের এক সদস্যকে। ম্যাচ শেষে এই তথ্য জানিয়েছেন খোদ ইরানের কোচ। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ইরানের পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ বলেন, ‘ম্যাচ হারার চেয়েও আমাদের চিন্তার বড় কারণ হচ্ছে আমাদের দলের এক সদস্য ভিএআর সিদ্ধান্তের পর স্বাস্থ্যগত ঝুঁকিতে পড়ে গিয়েছে। সে এখন হাসপাতালে। আমরা আশা করছি সব ঠিক হয়ে যাবে। আমাদের সকলের শুভকামনা তার সঙ্গে রয়েছে।’ স্পেনের বিপক্ষে হারায় ২ ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে গ্রুপে পয়েন্ট তালিকার ৩ নম্বরে নেমে গেছে ইরান। তবে শেষ ম্যাচে পর্তুগালের বিপক্ষে জয় পেলেই শেষ ষোলোর টিকিট পেয়ে যাবে এশিয়ার ফুটবলের পরাশক্তি ইরান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status