অনলাইন

ফেনীতে বিএনপির মিছিল প্রস্তুতিকালে পুলিশের ধাওয়া,আটক ৫

ফেনী প্রতিনিধি

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:১৫ পূর্বাহ্ন

ফেনীতে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে মিছিলের প্রস্তুতিকালে পুলিশ ধাওয়া করেছে। এসময় নেতা-কর্মীদের ছত্রভঙ্গ করতে পুলিশ ২৫ রাউন্ড ফাঁকাগুলি ছুড়ে। পুলিশের ধাওয়ায় আহত হয়েছেন অন্তত ৫ জন নেতা-কর্মী। এসময় পুলিশ ৫ জনকে আটক করেছে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের রামপুর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন মিষ্টার বলেন, দলীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির চেয়াপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে মিছিলের প্রস্তুতি নিচ্ছিল বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় শহরের রামপুর ও শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের এসি মার্কেটের সামনে পুলিশ নেতা-কর্মীদের ধাওয়া করে। এক পর্যায়ে পুলিশ নির্বিচারে গুলিবর্ষণ করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় সোনাগাজী ছাত্রদলের যুগ্ম আহবায়ক সুমন, সোনাগাজী পৌর ছাত্রদলের নজরুল ইসলাম রিংকু, দাগনভুইয়া উপজেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক কামরুল ইসলাম সুমন, দাগণভূইয়া উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন পিন্টুসহ অন্তত পাঁচ জন আহত হয়। আহতদের মধ্যে পুলিশ সুমন, রিংকু ও কামরুলসহ ৫ জনকে আটক করেছে। তিনি এ ঘটনার নিন্দা জানিয়ে আটককৃতদের মুক্তির দাবি জানান।
ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাশেদ খান চৌধুরী জানান, ভাংচুর ও নাশকতা চেষ্টাকালে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে ২৫ রাউন্ড গুলি ছুড়ে। ঘটনাস্থল থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের ৫ নেতাকর্মীকে আটক করা হয়েছে। এঘটনায় মামলার প্রস্তুতি চরছে বলে জানিয়েছে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status