বিশ্বজমিন

মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী

মানবজমিন ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৩:৪১ পূর্বাহ্ন

কন্যা সন্তানের মা হলেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জাসিন্দা আরডেন (৩৭)। এটিই তার প্রথম সন্তান। ৩০ বছরের মধ্যে ক্ষমতায় থাকা কোনো বিশ্বনেতার মধ্যে তিনিই প্রথম সন্তানের জন্ম দিলেন। এর আগে ক্ষমতায় থাকতে সন্তান জন্ম দিয়েছিলেন  আর একজন। তিনি হলেন পাকিস্তানের প্রয়াত প্রধানমন্ত্রী বেনজির ভুট্টো।  বৃহস্পতিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৪৫ মিনিটে ভূমিষ্ঠ হয় তার ওই কন্যা। তখন শিশুটির ওজন ছিল ৩.৩১ কেজি। এদিন সকালেই তিনি পার্টনার ক্লার্ক গেফোর্ডকে সঙ্গে নিয়ে হাসপাতালে যান। সেখান থেকেই বৃহস্পতিবার বিকালে ইন্সটাগ্রামে সন্তান প্রসবের ঘোষণা দেন মিস আরডেন ও তার পার্টনার ক্লার্ক গেফোর্ড। তবে এখনও কন্যার নাম রাখেন নি তারা। এর আগে প্রধানমন্ত্রী আরডেন বলেছিলেন, পছন্দমতো একটি নাম খুঁজতে হয়রান তারা। তবে নতুন সন্তানের মা হয়ে মিস আরডেন খুশিতে আটখানা। তিনি তাই ইন্সটাগ্রামে লিখেছেন, একটি সুস্থ কন্যা শিশু পেয়ে আমি অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি। তার জন্ম হয়েছে বিকেল ৪টা ৪৫ মিনিটে। তার ওজন ৩.৩১ কোটি। আমাদের জন্য আপনাদের শুভ কামনা ও মমতার জন্য অনেক ধন্যবাদ। অকল্যান্ড সিটি হাসপাতালের চমৎকার টিমকে আমি অভিনন্দন জানাতে চাই। ওদিকে মিস আরডেনের অফিস থেকে বলা হয়েছে মা ও নবজাতক ভাল আছে। তবে কখন তারা হাসপাতাল ছাড়বেন তা পরে জানানোর কথা বলা হয়েছে। ওই হাসপাতালের বাইরে সাংবাদিকরা ভিড় করে আছেন। তারা চাইছেন আরডেন ও তার পার্টনারের প্রতিক্রিয়া পাওয়ার জন্য। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সম্ভাব্য তারিখ ১৭ই জুন বলে দেয়া হয়েছিল আরডেনকে। কিন্তু তার কয়েকদিন পরে বৃহস্পতিবার সকালে হাসপাতালের লেবার রুমে নেয়া হয় তাকে। সেখানেই ভূমিষ্ঠ হয় তার কন্যা। ফলে বেশ কিছুদিন অফিস করতে পারবেন না মিস আরডেন। এ সময়ে উইন্সটন পিটারের (৭৩) নেতৃত্বে পরবর্তী ৬ সপ্তাহ নিউজিল্যান্ড সরকার পরিচালিত হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status