বাংলাদেশ কর্নার

মাইলফলকের ম্যাচে সুসংবাদ দিলেন সুয়ারেজ

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১:৫৮ পূর্বাহ্ন

উরুগুয়ে জাতীয় দলের হয়ে ১০০তম ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করলেন লুইস সুয়ারেজ। গতকাল এ ম্যাচে সৌদি আরবের বিপক্ষে ম্যাচের একমাত্র গোলটিও করেন এ বার্সেলোনা স্ট্রাইকার। এটি জাতীয় দলের জার্সি গায়ে সুয়ারেজের ৫২তম গোল। যদিও আরো আগে উরুগুয়ের হয়ে সর্বাধিক গোলের রেকর্ডটি নিজের করে নিয়েছেন তিনি। লাতিন আমেরিকার এ দেশটির হয়ে সর্বাধিক গোলের তালিকায় দুই ৪২ গোল করে দ্বিতীয় স্থানে রয়েছেন আরেক স্ট্রাইকার এডিনসন কাভানি। এ ম্যাচ জিতে ইতিমধ্যে এবারের বিশ্বকাপে দ্বিতীয় রাউন্ডের টিকিট নিশ্চিত করেছে উরুগুয়ে। এদিন ম্যাচ জয়ের পর আরেকটি সুখবর দিলেন সুয়ারেজ। তৃতীয়বারের মতো বাবা হতে যাচ্ছেন এই বার্সেলোনা তারকা। ম্যাচ শেষে টুইটারে সুয়ারেজ লিখেন, ১০০ ম্যাচ খেলে উরুগুয়ের ইতিহাসের অংশ হতে পেরে খুবই আনন্দ লাগছে। আর এ ম্যাচ জিতে শেষ ষোলোতে উঠতে পেরে আরো খুশি লাগছে। যা আমি ভাষায় প্রকাশ করতে পারবোনা। আপনাদের সঙ্গে আরেকটি বিষয় শেয়ার করতে চাই যে, আমাদের পরিবারে নতুন এক সদস্য আসছে। আমি তৃতীয় সন্তানের বাবা হতে চলেছি। সব সময় আমাকে সমর্থনের জন্য আপনাদের ধন্যবাদ, বিশেষ করে আমার প্রিয়জনদের। স্বাগতিক রাশিয়ার বিপক্ষে ৫ গোল হজম করা সৌদি আরবকে মাত্র এক গোল দিতে পেরেছে উরুগুয়ে। তবে নিজেদের পারফরম্যান্সে পুরোপুরি খুশি না হলেও নকআউট পর্ব নিশ্চিত হওয়ায় চাপমুক্ত তারা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status