বাংলাদেশ কর্নার

ইতিহাস গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:০৩ পূর্বাহ্ন

আন্তর্জাতিক ফুটবলে অনন্য উচ্চতায় পা রাখলেন পর্তুগালের মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদো। রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে স্পেনের বিপক্ষে (৩-৩) দুর্দান্ত হ্যাটট্রিক করেন সিআর সেভেন। তাতেই স্পর্শ করেন আন্তর্জাতিক ফুটবলে ইউরোপের সর্বোচ্চ গোলদাতা ফেরেঙ্ক পুসকাসের ৮৪ গোলের রেকর্ড। গতকাল মরক্কোর বিপক্ষে ১-০ গোলে জেতা ম্যাচে রেকর্ডটা এককভাবে নিজের করে নেন রোনালদো। মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে খেলা শুরুর ৪ মিনিটেই হাঙ্গেরি কিংবদন্তি পুসকাসকে ছাড়িয়ে যান তিনি। কর্নার থেকে নিচু হয়ে আসা বলে ঝাঁপিয়ে পড়ে হেডে জালে পাঠান রোনালদো। এই এক গোলেই দুইটি কীর্তিতে নাম লেখান পর্তুগিজ অধিনায়ক। বিশ্বকাপে অধিনায়ক হিসেবে দিয়েগো ম্যারাডোনার করা সর্বোচ্চ ৬ গোলের রেকর্ড স্পর্শ করেন রোনালদো। অধিনায়কের আর্মব্যান্ড পরে আর এক গোল পেলেই ৮৬’র বিশ্বকাপ জয়ী আর্জেন্টাইন কিংবদন্তিকে টপকে যাবেন পাঁচবারের ব্যালন ডি’অর (বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার) জয়ী। বিশ্বকাপের গত দুই আসরেও পর্তুগালের অধিনায়কত্ব পালন করেন রোনালদো। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপ ও ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে একবার করে জালের দেখা পান তিনি। ২০০৬ বিশ্বকাপেও এক গোল করেছিলেন রোনালদো। সেবার অধিনায়ক ছিলেন না। তিন বিশ্বকাপে তিন গোল করা রোনালদো এবার দুই ম্যাচেই পেলেন ৪ গোল! আন্তর্জাতিক ক্যারিয়ারে ৮৫ গোল করতে ১৫২ ম্যাচ খেললেন রোনালদো। খেলোয়াড়ী জীবনে পুসকাস ৮৯ ম্যাচেই করেন ৮৪ গোল। আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে অবস্থান করছেন ৩৩ বছর বয়সী রোনালদো। তার সামনে কেবল ইরানের আলী দাইয়ি। ইরানের জার্সিতে ১৪৯ ম্যাচ খেলেন সাবেক এই তারকা ফরোয়ার্ড। গোল করেন ১০৯টি। আলী দেইকে ছুঁতে রোনালদোকে করতে হবে আরো ২৫ গোল। বর্তমানে রোনালদোর প্রধান প্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি আর্জেন্টিনার সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। আলবিসেলেস্তেদের হয়ে ১২৫ ম্যাচে মেসির গোল ৬৪। মরক্কোর বিপক্ষে জয়ে নকআউট পর্বের পথে অনেকটাই এগিয়ে গেল রোনালদোর পর্তুগাল। দুই ম্যাচে তাদের পয়েন্ট ৪। অন্যদিকে প্রথম দল হিসেবে এক ম্যাচ বাকি থাকতেই টুর্নামেন্ট থেকে বিদায় নিলো মরক্কো। প্রথম ম্যাচে তারা ইরানের বিপক্ষে (১-০) ইনজুরি সময়ের আত্মঘাতী গোলে হতাশায় ডোবে।
আন্তর্জাতিক ফুটবলে সর্বাধিক গোল
দল খেলোয়াড়     গোল     ম্যাচ
আলী দাইয়ি (ইরান)     ১০৯     ১৪৯
ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)     ৮৫     ১৫২
ফেরেঙ্ক পুসকাস (হাঙ্গেরি)     ৮৪     ৮৯
কুনিশিগে কামামোতো (জাপান)     ৮০     ৮৪
গডফ্রে চিতালু (জাম্বিয়া)     ৭৯     ১১১
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status