বাংলাদেশ কর্নার

মাঠে স্ত্রীকে লেভানদোস্কির চুম্বন ভাইরাল

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ১০:০২ পূর্বাহ্ন

বিশ্বকাপে অভিষেক ম্যাচ সুখকর হয়নি রবার্ট লেভানদোস্কির। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে সেনেগালের কাছে ২-১ গোলে হেরে যায় পোল্যান্ড। পুরো ম্যাচে নিজের ছায়া হয়ে ছিলেন দুর্দান্ত ফর্মে থাকা পোলিশ অধিনায়ক লেভানদোস্কি। কিন্তু ম্যাচ শেষে ঠিকই স্টেডিয়াম ভর্তি দর্শকদের দৃষ্টি কাড়েন তিনি। স্ত্রী আনা লেভানদোস্কার সঙ্গে চুম্বন দৃশ্যে আবদ্ধ হন লেভানদোস্কি। দুইজনের আবেগঘন মুহূর্তটি রীতিমতো ভাইরাল। বিষন্ন লেভানদোস্কির কাঁধে হাত রেখে প্রথমে সান্ত্বনা দেন তার জীবনসঙ্গী। পরে মুখের দুই পাশে হাত রেখে স্বামীর ঠোটে চুম্বন করেন পোলিশ অ্যাথলেট আনা লেভানদোস্কা। মস্কোর স্পার্তাক স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটিতে ৩৭ মিনিটের আত্মঘাতী গোলে লিড নেয় সেনেগাল। ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে দ্বিতীয় বিশ্বকাপ খেলতে নামা আফ্রিকার দেশটি। ৮৬ মিনিটে একটি গোল পরিশোধ করলেও শেষ রক্ষা হয়নি পোলিশদের। ‘এইচ’ গ্রুপে পোল্যান্ডের পরবর্তী ম্যাচ জাপানের কাছে হেরে যাওয়া কলম্বিয়ার বিপক্ষে। বিশ্বকাপের গত দুই আসরে বাছাইপর্ব উতরাতে পারেনি পোল্যান্ড। এবার দলের আশা-ভরসার প্রতীক লেভানদোস্কি। ইউরোপ অঞ্চলের বাছাইপর্বে সর্বোচ্চ ১৬ গোল করেন এই ‘গোলমেশিন’। এবারের বিশ্বকাপের সেরা একাদশে নেইমারের জায়গায় লেভানদোস্কিকে রাখে ‘ইএসপিএন’। বায়ার্ন মিউনিখের হয়ে গত মৌসুমে ৪৮ ম্যাচে ৪১ গোল করেন তিনি। পোল্যান্ডের হয়ে আন্তর্জাতিক ক্যারিয়ারে ৯৬ ম্যাচে ৫৫ বার প্রতিপক্ষের জালে বল পাঠান ২৯ বছর বয়সী স্ট্রাইকার লেভানদোস্কি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status