ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

গ্যালারি পরিষ্কার করলো জাপান-সেনেগালের সমর্থকরা

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

এবারের বিশ্বকাপের নতুন এক নজির গড়লো জাপান ও সেনেগালের সমর্থকরা। মঙ্গলবার আলাদা আলাদা ম্যাচে জয় পায় দু’দল। দিনের প্রথম ম্যাচে কলম্বিয়াকে ২-১ গোলে হারায় জাপান। ম্যাচশেষে দর্শকরা গ্যালারি ছাড়লেও থেকে যান কিছু জাপানি সমর্থক। এরপর তারা গ্যালারির যেসব অংশে বসেছিলেন সেসব অংশ পরিষ্কার করেন।
এ ঘটনার ছবি ও ভিডিও ছড়িয়ে পরে টুইটারসহ সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ঠিক একই কাজ করতে দেখা যায় এর পরে পোল্যান্ড ও সেনেগালের ম্যাচের পর। ম্যাচশেষে সেনেগালের কিছু সমর্থক গ্যালারি পরিষ্কার করেন। আফ্রিকান অঞ্চল থেকে একমাত্র দল হিসেবে প্রথম ম্যাচেই জয় পেয়েছে সেনেগাল।
আসরের ১৬তম ম্যাচে অপেক্ষাকৃত শক্তিশালী পোল্যান্ডকে ২-১ গোলে হারানোর পর আফ্রিকাসহ পুরো বিশ্ব জুড়েই চলছে সেনেগাল বন্দনা। জাপান ও সেনেগালের সমর্থকদের এমন আচরণে মুগ্ধ ফুটবল বিশ্ব। এ নিয়ে জাপানের ওসাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞানের অধ্যাপক স্কট নর্থ বলেন, ফুটবল মাঠে গ্যালারি পরিষ্কার করার ঘটনাটি আমাকে শৈশবের কথা স্মরণ করিয়ে দিয়েছে। আমরা স্কুলে পড়ার সময় শ্রেণি কক্ষ পরিষ্কার করতাম। বিশ্বকাপের মতো আসরে এমন কাজ সত্যিই প্রশংসার দাবিদার। বিশ্বকাপে ‘এইচ’ গ্রুপে আগামী ২৪শে জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে জাপান ও সেনেগাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status