ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

ব্রাজিল মোটেও উদ্বিগ্ন নয়

স্পোর্টস ডেস্ক

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:৫৪ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপ মিশনে প্রথম ম্যাচেই হোঁচট খায় হট ফেভারিট ব্রাজিল। সুইজারল্যান্ডের বিপক্ষে এগিয়ে থেকেও ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে তারা। কোস্টারিকার বিপক্ষে আগামীকালের ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছে কোচ লিওনার্দো বাচ্চি তিতের শিষ্যরা। প্রথম ম্যাচে জয়হীন থাকলেও ব্রাজিল শিবিরে কোনো উদ্বেগ কাজ করছে না বলে সমর্থকদের আশ্বস্ত করেছেন ফিলিপ্পে কুটিনহো। সুইসদের বিপক্ষে কুটিনহোর দূরপাল্লার শটেই লিড নেয় ব্রাজিল। সুইজারল্যান্ড ম্যাচ শেষে তিতে বলেন নকআউট পর্বের জন্য ৫ পয়েন্ট যথেষ্ট। গ্রুপ পর্ব নিয়ে কুতিনহো বলেন, ‘আমরা কোনো চাপ নিচ্ছি না। পরবর্তী ম্যাচ জিততেই হবে তা আমরা বলছি না। প্রথম ম্যাচ শেষে আমাদের উপলব্ধি আরো উন্নতি করতে হবে। বিশ্বকাপে সব ম্যাচই ফাইনালের মতো। আমরা সঠিক পথেই রয়েছি। মাঠে সবাইকে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। কোস্টারিকা ম্যাচ গুরুত্বপূর্ণ এবং আমরা পূর্ণ তিন পয়েন্টে চোখ রাখছি।’ নিজেদের প্রথম ম্যাচে সার্বিয়ার কাছে ১-০ গোলে হার মানে কোস্টারিকা। আগামী ২৭শে জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এবারের আসরে শিরোপা দৌড়ে অন্যতম ফেভারিট পাঁচবারের চ্যাম্পিয়নরা। লক্ষ্য অর্জনে কঠিন পথ পাড়ি দিতে হবে বলেই মনে করেন কুতিনহো। সমর্থকদের বেশি উচ্চাভিলাষী হতেও বারণ করলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার। কুটিনহোর ভাষ্যমতে, ‘সব ম্যাচই কঠিন। আমাদের অনেক সমর্থক মনে করে আমরা ব্রাজিল বলেই সহজে জিতবো এবং অনেক গোল করবো। এখন প্রত্যেক দলই বিশ্বকাপের জন্য ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসে। আমাদের প্রথম ম্যাচ সেই বার্তাই দেয়। ম্যাচ জিতলে হলে আমাদের ১১০ শতাংশ নিখুঁত হতে হবে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status