বাংলারজমিন

রিকশা পেলেন সেই হাসিনা বেগম

ঝিনাইদহ প্রতিনিধি

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:২২ পূর্বাহ্ন

চরম অসুস্থ বিধবা হাসিনা বেগম। যিনি নিজের চিকিৎসার জন্য নিরুপায় হয়ে দুই শিশুসন্তান হাসান ও খায়রুলকে রিকশা চালাতে দিয়েছিলেন। ভাড়ায় চালিত রিকশা চালিয়ে দুই ভাই মায়ের চিকিৎসা করাতো। কিন্তু রিকশা মালিকের টাকা দিয়ে, বাকি টাকায় তাদের মায়ের জন্য ওষুধ কেনা সম্ভব হচ্ছিল না। এ নিয়ে দৈনিক মানবজমিন পত্রিকায় সংবাদ প্রকাশিত হওয়ার পর দেশ-বিদেশের অনেকেই হাসিনা বেগমের পাশে দাঁড়ান। আমেরিকা প্রবাসী কাজী কামাল ও ঢাকার এক সংসদ সদস্য এসএম আঃ মান্নানের স্ত্রী মিসেস ফরিদা মান্নানসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের অনেক এডমিনের দেয়া টাকায় হাসিনা বেগমকে উন্নত চিকিৎসা প্রদান করা হয়। হাসিনার এখন শারীরিক অবস্থা অনেকটা সুস্থ। তার পরিবারেরও সচ্ছলতা ফিরে এসেছে। জানা গেছে, হাসিনা বেগমের চিকিৎসা ও ছেলেদের রিকশা কিনে দেয়ার জন্য প্রায় ৬০ হাজার টাকা অনুদান  পেয়েছেন। এর মধ্যে তার চিকিৎসায় ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার টাকা। রিকশা কেনা হয়েছে ২৯ হাজার টাকায়। বাকি টাকা দোকান করার জন্য গচ্ছিত রাখা আছে, আর কিছু টাকা  গোছাতে পারলে তার ছোট ছেলের জন্য একটি দোকান দিয়ে বসানো যেতো। যদি কোন দানশীল ব্যক্তি দোকানটির জন্য সাহায্য করতে চান তাহলে মোবাইল নং ০১৭১১-১৭০২৪৮ এ যোগাযোগ করতে পারেন। এদিকে গতকাল দুপুরে ঝিনাইদহ প্রেস ক্লাবে হাসিনা বেগম ও তার সন্তানদের ইচ্ছানুযায়ী তাদের কাছে রিকশাটি হস্তান্তর করা হয়। এ সময় ঝিনাইদহ প্রেস ক্লাবের সভাপতি এম. রায়হান, সাবেক সভাপতি দৈনিক ইনকিলাব পত্রিকার জেলা সংবাদদাতা মোস্তফা মাজেদ, সাবেক সভাপতি কালের কণ্ঠের এম. সাইফুল মাবুদ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নিজাম জোয়ারদার বাবলু, প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি আসিফ ইকবাল কাজল, মানবজমিন-এর জেলা প্রতিনিধি আমিনুল ইসলাম লিটন, বাংলাভিশন টিভি’র আসিফ ইকবাল মাখন জোয়ারদার, সকালের খবরের আলী আহম্মেদ লিকু ও বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব নাজিম উদ্দীন জুলিয়াস উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status