বাংলারজমিন

শিবগঞ্জে ৫ নারীকে গাছে বেঁধে নির্যাতন

শিবগঞ্জ (চাঁপাই নবাবগঞ্জ) প্রতিনিধি

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:২১ পূর্বাহ্ন

শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরে একটি রেজিস্ট্রেশনবিহীন ক্লাব নির্মাণ কাজে বাধা দেয়ায় গাছের সঙ্গে বেঁধে পৈশাচিক কায়দায় এক গৃহবধূসহ ৫ মহিলার ওপর নির্যাতন চালিয়েছে “বিশ্বনাথপুর তরুণ যুব সমিতি”র বখাটেরা। নির্যাতিত মহিলারা হচ্ছে, একই এলাকার সাথী  বেগম, লাইলী বেগম, শ্যামলী খাতুন, বিউটি খাতুন ও বৃদ্ধা জুলেখা বেগম। এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছে ভুক্তভোগী পরিবার। এ ঘটনায়  সাথী বেগম, লাইলী বেগম, শ্যামলী খাতুন, বিউটি খাতুনসহ ৪ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয় এবং বৃদ্ধা জুলেখা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ভিটেমাটি ছেড়ে জীবন নিয়ে জমি থেকে সরে যাওয়ার হুমকিসহ নানাভাবে নির্যাতন অব্যাহত রয়েছে।
স্থানীয় ও অভিযোগ সূত্রে জানা গেছে, শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের বিশ্বনাথপুরে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে তাদের  পৈতৃক সূত্রে পাওয়া জমিতে জোরপূর্বক পুরুষ শূন্য বাড়িতে “বিশ্বনাথপুর তরুণ যুব সমিতি”র ক্লাবঘর নির্মাণের চেষ্টা করে। এসময় জমির আসল মালিকের পরিবারে থাকা গৃহবধূ সহ নারীরা বাধা দেয়। বার বার মিথ্যা মামলা করেও ক্লাবের পক্ষে জমির রায় না হওয়ায় অবশেষে পেশীশক্তির জোরে পরের জমিতে জোরপূর্বক ক্লাব নির্মাণের চেষ্টা ব্যর্থ হওয়ার আশংকায় স্থানীয় বখাটে টমাম, রনি, চান মেম্বার, মুকুল,  সেন্টু, শাহজাহান, সেলিম, জুয়েল, বাবু, শফিকুল, সুমন, আইজুল, জমিবুর, জামিল,  দোলা, সাদ্দাম, আরিফ, রনি, আলা, শহিদ, জানু, আনারুলসহ প্রায় ৩০/৩৫ জনের একটি দল মহিলাদের ওপর অতর্কিত হামলা চালায় এবং বাড়ির গৃহবধূ সাথী বেগমকে দড়ি দিয়ে গাছের সঙ্গে বেঁধে অমানবিক নির্যাতন চালায়।
এব্যাপারে শিবগঞ্জ থানায় মামলা দায়েরের জন্য এজাহার জমা দিয়েছে ভুক্তভোগী পরিবার। তবে তদন্ত শেষে মামলা রুজু হবে বলে জানান, ওসি তদন্ত মো. মাহতাব আলী। তিনি বলেন, সরজমিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন এসআই বাবুল। উভয় পক্ষকে কোনো রকম ঝামেলা করতে নিষেধ করে আসলেও থামেনি ক্লাব কর্তৃপক্ষের নির্যাতন। বাসা থেকে বের হতে দিচ্ছে না পরিবারের কাউকে। বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে। বাড়ির কেউ যাতে পানি নিতে কিংবা টয়লেটে যেতে না পারে। শারীরিকভাবে নির্যাতন করেও থামেনি এসব বখাটের অত্যাচার। নিরুপায় হয়ে অসহায় পরিবার ঊর্ধ্বতন প্রশাসনের কাছে বিষয়টির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status