বাংলারজমিন

নোয়াখালীতে ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান বসতবাড়িতে হামলা, আহত ১৫

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৭ পূর্বাহ্ন

বেগমগঞ্জের মীরওয়ারীশপুর ও নরোত্তমপুর দুই ইউনিয়নবাসীর মধ্যে তুচ্ছ ঘটনার জেরে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়ে  সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠানসহ বেশ কয়েকটি বাড়িঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এমন  অভিযোগ করেছে ক্ষতিগ্রস্তরা।  মীরওয়ারীশপুর ও নরোত্তমপুর ইউনিয়নের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের জের ধরে বর্তমানে দুই গ্রুপ মুখোমুখি অবস্থানে থাকায় যে কোন সময় ফের রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বেগমগঞ্জে ৩০টি ব্যবসা প্রতিষ্ঠান ও বসত বাড়িতে সন্ত্রাসী হামলা ব্যাপক ভাঙচুর লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় তাদের হামলায় কমপক্ষে ১৫ আহত হয়েছে। আহতদের মধ্যে মাহাফুজ (৪০)কে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে। এ সময় ২ সাংবাদিকের ব্যবসা প্রতিষ্ঠান মোটরসাইকেল ভাঙচুর হয়। মঙ্গলবার সন্ধ্যা ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত দফায় দফায় এ ঘটনা ঘটে। জানা গেছে, গত সোমবার  উপজেলার নরোত্তমপুর গ্রামের ওয়াজীদ বেপারী বাড়ির মো. ফারুকের ছেলে ফয়সল পাশবর্তী মীরওয়ারীশপুর গ্রামের জয়নাল মুহুরী বাড়ির  বেলালের ছেলে আঃ জলিল কে পূর্ব শত্রুতার জের ধরে কুপিয়ে জখম করে। এ ঘটনার জের ধরে মঙ্গলবার রাতে একদল সন্ত্রাসী বেগমগঞ্জ সোনাইমুড়ী রোডের মিরওয়ারীশপুর বাজারে রামদা, কিরিচ, পিস্তল নিয়ে   হামলা চালায়। সন্ত্রাসীরা নয়াদিগন্ত নোয়াখালী সংবাদদাতা মুহাম্মদ হানিফ ভুঁইয়ার মটরসাইকেল ও ব্যবসা প্রতিষ্ঠান মেসার্স রহমান মেডিকেল হল, এশিয়া টেলিভিশন চ্যানেলের সাংবাদিক তাজুল ইসলাম মানিকের ব্যবসা প্রতিষ্ঠান মুক্তা ফার্মেসী, দুলাল স্টোর, লাতু স্টোর, খায়ের টেলিকম, মুক্তা ফার্মেসি, বিছমিল্লাহ স্টোর, মানিক স্টোর, আল মদিনা আটো, তাজুল ইসলামের মুদি দোকান, মাসুদের চা দোকান  রুবেলের দোকান, জাহাঙ্গীর  মনসাদের দোকান, কালামের দোকানসহ ২৫টি ব্যবসা প্রতিষ্ঠান ও পার্শ্ববর্তী  নরোত্তমপুর গ্রামের মোকলেছ মিস্ত্রি, ডা. মোজাম্মেল হোসেন, হায়দার কন্ট্রাক্টর, মফিজ মোহরার, সোলাইমান মিয়ার, চেরাজল হক মিয়ার দেলুমিয়া, কাসেমের বাড়ি, ওয়াজিদ বেপারী বাড়ি ভাঙচুর করে। এ সময় ৫টি ব্যবসা প্রতিষ্ঠান লুট হয়। বেগমগঞ্জ মডেল থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ঘটনাস্থলের আশেপাশে বর্তমানে পুলিশ মোতায়েন রয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status