বাংলারজমিন

জামালপুর পৌরসভার ১৬৮ কোটি টাকার বাজেট ঘোষণা

জামালপুর প্রতিনিধি

২১ জুন ২০১৮, বৃহস্পতিবার, ৯:০৬ পূর্বাহ্ন

কোন রকম নতুন করারোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০১৮-২০১৯ অর্থবছরের ১৬৮ কোটি টাকার বিশাল বাজেট  ঘোষণা করা হয়েছে। গতকাল পৌর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন মেয়র মির্জা সাখাওয়াতুল আলম মনি।  প্রস্তাবিত বাজেটে আয় ধরা হয়েছে ১৬৮ কোটি ২৫ লাখ ৩৪ হাজার ৬৮৯ টাকা। ব্যয় ধরা হয়েছে ১৬৫ কোটি ৬৮ লাখ ১১ হাজার ৪৮২ টাকা। বাজেটে সরকারি ৫টি বড় প্রকল্প অন্তর্ভুক্ত হয়েছে। সব মিলিয়ে রাস্তাঘাট, ড্রেনেজ, পানি সরবরাহ ব্যবস্থা, বর্জ্য ব্যবস্থাপনা, নগর অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দেয়া হয়েছে। বাজেট ঘোষণার সময় প্যানেল মেয়র ফজলুল হক আকন্দ, পৌর কাউন্সিলর রাজিব সাহা, মো. সুরুজ্জামান, সাইমা হামজা সীমি ছাড়াও পৌরসভার সচিব নূরুল ইসলাম মিন্টু, হিসাবরক্ষক আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status