বিনোদন

সাধারণ প্রযোজকদের জন্য চালু হচ্ছে ডিজিটাল সিনেমা প্রজেকশন সিস্টেম

স্টাফ রিপোর্টার

২০ জুন ২০১৮, বুধবার, ৪:১৩ পূর্বাহ্ন

বাংলাদেশের নতুন কোম্পানি লাইভ এস.কে টেকনোলজিস সাধারণ প্রযোজকদের কথা চিন্তা করে সিনেমা হলে স্থাপন করতে যাচ্ছে ডিজিটাল সিনেমা প্রজেকশন সিস্টেম। এরইমধ্যে বাংলাদেশের সব সিনেমা হলে বিনামূল্যে সর্বাধুনিক প্রজেক্টর, সাউন্ড ও সার্ভার মেশিন বিতরণ শুরু করেছে বলে জানান লাইভ এস.কে টেকনোলজিস’র ডিরেক্টর ইয়াসির আরাফাত। তিনি বলেন, প্রথমে সার্ভার সিস্টেম বিতরণের মাধ্যমে এই কার্যক্রম শুরু করেছি আমরা। পর্যায়ক্রমে শর্ত সাপেক্ষে দ্রুত সময়ের মধ্যে প্রজেক্টর ও সাউন্ড সিস্টেম বিতরণ করা হবে। আমরা বাংলাদেশের চলচ্চিত্র ব্যবসার উন্নয়নের জন্য এই উদ্যোগ নিয়েছি। ৩৫ মিলিমিটার’র সময়ে সিনেমা হলে প্রদর্শনের জন্য প্রযোজককে টাকা দিতে হতো না। কিন্তু এখন তো দিতে হচ্ছে। এজন্য প্রযোজককে মোটা অঙ্কের টাকা গুনতে হয়। তিনি আরো বলেন, শুধুমাত্র প্রদর্শন মেশিনের ভাড়ার জন্য অনেক হল মালিক ছবি চালাতে পারে না। তাই সাধারণ প্রযোজক ও হল মালিকদের কথা ভেবেই আমরা এই উদ্যোগ নিয়েছি। আর ছবি প্রদর্শনের ক্ষেত্রে সিনেমা হল মালিক ও প্রযোজকের মতামতই হবে একমাত্র সিদ্ধান্ত। এই কোম্পানির ক্রিয়েটিভ ডিরেক্টর তামজিদ-উল-আলম অতুল বলেন, চলচ্চিত্রাঙ্গনের অনেকের সঙ্গে আলোচনা করেই এই উদ্যোগ আমরা নিয়েছি। সবার সহযোগিতা পেলে ই-টিকেটিং, হলের পর্দা পরিবর্তন ও মহিলাদের আলাদা টয়লেটসহ নানা বিষয়ে ব্যবস্থা নেয়ার পরিকল্পনা আমাদের রয়েছে। এই কোম্পানি সূত্রে আরো জানা যায়, বাংলাদেশ চলচ্চিত্রের জন্য একজন প্রযোজককে এককালীন মাস্টারিং চার্জ বাবদ ৫০ হাজার টাকা এবং আমদানি, যৌথ প্রযোজনা ও বিদেশি ছবির জন্য এককালীন দুই লাখ টাকা প্রদান করতে হবে। তবে, পুরনো বাংলাদেশি ছবির জন্য কোনো মাস্টারিং চার্জ লাগবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status