বিনোদন

আইফ্লিক্স’র স্বল্পদৈর্ঘ্য ‘শহরের শর্টস’

স্টাফ রিপোর্টার

২০ জুন ২০১৮, বুধবার, ১২:৫৮ অপরাহ্ন

বিশ্বের উদীয়মান বাজারগুলোতে বিনোদন সেবা প্রদানকারী প্রতিষ্ঠান আইফ্লিক্স সম্প্রতি ‘শহরের শর্টস’ নামে ১৫ মিনিট দৈর্ঘ্যরে চারটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের সংকলন উন্মোচন করেছে। আইফ্লিক্স’র প্রযোজনায়  রবি, ধ্রুব মিউজিক ও দ্য ডেইলি স্টার’র সহযোগিতায় বাংলাদেশের জনপ্রিয় টিভি বিজ্ঞাপন নির্মাতা আদনান আল রাজীব’র নির্দেশনায় ‘শহরের শর্টস’ নির্মাণ করা হয়েছে। জাদুর শহর ঢাকা নিয়ে চারটি ছোট গল্পের সংকলন ‘শহরের শর্টস’। তিনি জানান, এটি শহরের না বলা কথা ও ট্র্যাজেডি এক ভিন্ন ধারায় চিত্রিত করেছে। দেশের উদীয়মান চলচ্চিত্র পরিচালকরা ‘লোভের বশে’ বিষয়বস্তুর ওপর ভিত্তি করে তাদের কল্পনা ও আকর্ষণীয় গল্প নিয়ে সাজিয়েছেন এ চলচ্চিত্রগুলো। শিশু পাচারের ওপর ভিত্তি করে ‘তিলোত্তমা’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন আরবি প্রীতম। অন্যদিকে ভিকি জাহেদ আকর্ষণীয় রোমান্টিক গল্পের মাধ্যমে টাকার জন্য লালসার ওপর ভিত্তি করে নির্মাণ করেছেন তার চলচ্চিত্র। আর রিহান রহমান’র ‘নিয়তি’ চলচ্চিত্রে তিনি ফুটিয়ে তুলেছেন তারুণ্যের আগামী সময়, বিশ্বাসঘাতকতা ও লোভ কীভাবে বন্ধুত্বে বাধা হয়ে দাঁড়ায় এবং তার ‘মাকড়সা’ চলচ্চিত্রে রয়েছে অতিপ্রাকৃত বিষয়ের ছাপ। রবি’র কমিউনিকেশন অ্যান্ড কর্পোরেট রেস্পন্সিবিলিটি’র ভাইস প্রেসিডেন্ট ইকরাম কবীর বলেন, একমাত্র আইফ্লিক্স গ্রাহকরাই চলচ্চিত্রগুলো স্ট্রিম করে উপভোগ করতে ও ডাউনলোড করতে পারবেন। আইফ্লিক্স তাদের প্লাটফর্মটিতে উদ্ভাবনী গল্প নিয়ে হাজির হচ্ছে দেখে আমরা আনন্দিত। আমাদের বিশ্বাস, ঈদের ছুটিতে আমাদের গ্রাহকরা এ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রগুলো উপভোগ করবেন। ঈদ উপলক্ষে তাই গ্রাহকদের জন্য আমাদের উপহার ‘শহরের শর্টস’।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status