ক্রিকেট বিশ্বকাপ-২০১৯

পর্তুগালের বিপক্ষে মরক্কোর ‘টনিক ১৯৮৬’

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০১৮, বুধবার, ৯:৪১ পূর্বাহ্ন

‘বি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে উজ্জীবিত পর্তুগালের মুখোমুখি হতে যাচ্ছে মরক্কো। কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ২০১৬ ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (ইউরো) জয়ী ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। কিন্তু বিশ্বকাপের ইতিহাস থেকে প্রেরণা নিতে পারে উত্তর আফ্রিকার দেশ মরক্কো। আন্তর্জাতিক ফুটবলে একবারই পর্তুগাল ও মরক্কোর লড়াই দেখেছে ফুটবল বিশ্ব। মেক্সিকোয় ১৯৮৬ বিশ্বকাপে ৩-১ গোলে হারিয়ে পর্তুগিজদের গ্রুপ পর্ব থেকে বিদায় করে মরক্কো। সেবার দ্বিতীয় রাউন্ডে ম্যাচের ৮৮তম মিনিটের একমাত্র গোলে পশ্চিম জার্মানির কাছে হার দেখে তারা। এ নিয়ে পঞ্চমবার বিশ্বকাপ খেলা মরক্কো ওই একবারই গ্রুপ পর্ব অতিক্রম করেছিল। পর্তুগালের বিপক্ষে ৮৬’র বিশ্বকাপের পুনরাবৃত্তি টানতে পারবে মরক্কো? মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে আজ সন্ধ্যা ৬টায় খেলা শুরু হবে। রাত ১২টায় স্পেনকে মোকাবিলা করবে ইরান। রোনালদোর হ্যাটট্রিকে স্পেনের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল। চার দিন আগে গ্রুপের অপর ম্যাচে ইরানের কাছে ১-০ গোলে হেরে যায় মরক্কো। ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে আত্মঘাতী গোলে হার দেখে তারা। ওই ম্যাচে মাথায় আঘাত পেয়ে ৭৬তম মিনিটে মাঠ ছাড়েন মরক্কোর উইঙ্গার নরদিন আমরাবাত। পর্তুগালের বিপক্ষে তার খেলার সম্ভাবনা ক্ষীণ। মরক্কোর মুখোমুখি হওয়ার আগে সতীর্থদের সতর্ক করে দিয়েছেন আন্দ্রে সিলভা। ম্যাচে সর্বোচ্চ সতর্কতার বিকল্প নেই বলে মনে করেন এসি মিলানে খেলা এই পর্তুগিজ স্ট্রাইকার। ২২ বছর বয়সী সিলভা বলেন, ‘মরক্কো প্রথম ম্যাচ হেরেছে। এখন তারা নিজেদের সেরাটা উজাড় করে দেবে। তারা ইউরোপিয়ান দলের বিপক্ষে খেলে অভ্যস্ত। মরক্কোর অনেক খেলোয়াড়ই ইউরোপিয়ান ক্লাবে খেলে। এই ম্যাচটা কঠিন হবে। কিন্তু আমরা জয়ের ব্যাপারে আশাবাদী।’ সব প্রতিপক্ষকে সমীহ করা উচিত বলে মনে করেন পর্তুগালের হয়ে ২৪ ম্যাচে ১২ গোল করা সিলভা।
তিনি বলেন, ‘অবশ্যই মরক্কোর চেয়ে পর্তুগাল শক্তিশালী। কিন্তু ম্যাচটি সহজ হবে না। সব প্রতিপক্ষকেই সম্মানের চোখে দেখা উচিত। বিশ্বকাপে প্রতিটি ম্যাচই কঠিন। নির্দিষ্ট কোনো ম্যাচকে সহজ বলার সুযোগ নেই। প্রতিটি প্রতিপক্ষকে নিয়ে পর্যালোচনা করা প্রয়োজন।’ স্পেনের বিপক্ষে সিলভাকে বদলি হিসেবে নামান কোচ ফার্নান্দো সান্তোস। সিলভার চোখে রোনালদোর পাশে খেলা স্বপ্নের মতো। স্বদেশি তারকা ভূয়সী প্রশংসা করে বলেন, ‘রোনালদো বিশ্বের সেরা খেলোয়াড়। তার পাশে খেলা স্বপ্নের মতো ব্যাপার এবং সবকিছুই সহজ হয়ে যায়। আমাদের মধ্যে বোঝাপড়া খুব ভালো।’ গ্রুপ পবের্র প্রথম ম্যাচ জিতে পয়েন্ট তালিকায় শীর্ষে অবস্থান করছে ইরান। সমান ১ পয়েন্ট নিয়ে পর্তুগাল ও স্পেন জয় ভিন্ন কিছুই ভাবছে না। মরক্কোর সামনে পয়েন্ট অর্জনের চ্যালেঞ্জ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status