খেলা

প্রিভিউ

ইরানের বিপক্ষে সতর্ক স্পেন

স্পোর্টস ডেস্ক

২০ জুন ২০১৮, বুধবার, ৯:৩০ পূর্বাহ্ন

ইরানকে সমীহ করেই মাঠে নামছে স্পেন। মেক্সিকোর কাছে জার্মানির হার বড় দলগুলোর জন্য সতর্কতা হিসেবে দেখছেন স্প্যানিয়ার্ড কোচ ফার্নান্দো হেইরো। বিশ্বকাপ শুরুর আগে রিয়াল মাদ্রিদের সঙ্গে চুক্তি করায় হুলেন লোপেতেগিকে কোচের পদ থেকে বরখাস্ত করে স্পেন। দলের দায়িত্ব ওঠে ক্রীড়া পরিচালক হেইরোর কাঁধে। তার অধীনে ‘বি’ গ্রুপের প্রথম ম্যাচে পর্তুগালের বিপক্ষে ৩-৩ গোলের রোমাঞ্চকর ড্র করে স্পেন। হ্যাটট্রিক করে পর্তুগালকে উদ্ধার করেন ক্রিস্টিয়ানো রোনালদো। চারদিন আগে গ্রুপের অপর খেলায় ইনজুরি সময়ের আত্মঘাতী গোলে মরক্কোকে ১-০ ব্যবধানে হারায় ইরান। এক ম্যাচ শেষে পয়েন্ট তালিকার শীর্ষে অবস্থান করছে তারা। আন্তর্জাতিক ম্যাচে প্রথমবার ইরানের মুখোমুখি হচ্ছে স্পেন। কাজান অ্যারেনায় আজ রাত ১২টায় খেলা শুরু হবে। সন্ধ্যা ৬টায় পর্তুগালকে মোকাবিলা করবে মরক্কো। ইরানের বিপক্ষে কাগজে-কলমে পরিষ্কার ফেভারিট ২০১০ বিশ্বকাপ জয়ী স্পেন। কিন্তু স্পেন কোচ হেইরো পা মাটিতেই রাখছেন। জার্মানি ম্যাচ থেকে সতর্ক তিনি। ‘এফ’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচেই অঘটনের শিকার হয় বর্তমান চ্যাম্পিয়নরা। মেক্সিকোর বিপক্ষে ১-০ গোলে হারের হতাশায় ডোবে জার্মানরা। প্রথমার্ধে মেক্সিকোকে উল্লাসে ভাসানো গোলটি করেন উদীয়মান উইঙ্গার হিরভিং লোজানো। স্পেন কোচ হেইরো বলেন, ‘জার্মানির সঙ্গে যা ঘটেছে তা যে কারো সঙ্গে হতে পারে। বিশ্বকাপের ৩২টি দলই খুব ভালো। প্রথম ম্যাচটা সবসময়ই কঠিন। বড় ধরনের উদ্বেগ কাজ করে। আমরা ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের বিপক্ষে ১ পয়েন্ট পেয়েছি। এখন আমাদের প্রতিপক্ষ ইরান...।’ ফিটনেস সমস্যা কাটিয়ে ইরানের বিপক্ষে একাদশে ফিরতে পারেন রাইটব্যাক দানি কারভাহাল।
কিন্তু পর্তুগালের বিপক্ষে বুলেট শটে দুর্দান্ত গোল করা নাচো ফার্নান্দেজ টিকে যেতে পারেন। টানা ২১ ম্যাচ অপরাজিত থাকা স্পেনের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়াতে পারে ইরানের ডিফেন্স দেয়াল। প্রথম এশিয়ান দল হিসেবে বিশ্বকাপে নাম লেখানো ইরান বাছাইপর্বের ১৮ ম্যাচেই অপরাজিত থাকে। মাত্র ৫ গোল হজম করে তারা। ইরানের দায়িত্বে আছেন অভিজ্ঞ পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। প্রথম ম্যাচে তার কৌশল হতাশ করে উত্তর আফ্রিকার মরক্কোকে। স্পেনকে মানসিকভাবে চাপে রাখতে ভিন্ন উপায় প্রয়োগ করতে চান কুইরোজ, ‘স্পেনের বিপক্ষে গোলরক্ষক থেকে শুরু করে স্ট্রাইকার অবদান রাখবে। তাই আমাদের ভিন্ন কৌশল ভাবা দরকার।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status