খেলা

শিষ্যদের আগেই মিরপুর মাঠে নয়া কোচ

স্পোর্টস রিপোর্টার

২০ জুন ২০১৮, বুধবার, ৯:২৫ পূর্বাহ্ন

ঈদের ছুটি কাটিয়ে আজ মাঠে ফিরছেন জাতীয় দলের ক্রিকেটাররা। এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজ সফরের জন্য টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে শিষ্যদের ফেরার আগেই মিরপুর শেরেবাংলা মাঠে নেমে গেছেন নয়া কোচ স্টিভ রোডস। বাংলাদেশে তার নয়া মিশন শুরুর আগে তিনি গতকালই ঘুরে দেখেছেন হোম অব ক্রিকেট। দেখেছেন উইকেট থেকে শুরু করে সব ধরনের সুযোগ-সুবিধা। আজ থেকে শুরু ক্যারিবীয় মিশনে দলের সঙ্গে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করবেন তিনি। সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহের বিদায়ের প্রায় ৬ মাস পর প্রধান কোচ নিয়োগ দিতে সক্ষম হয় বিসিবি। দীর্ঘ প্রতীক্ষার পর প্রধান কোচের অধীনেই নতুন সিরিজে মাঠে নামবে বাংলাদেশ দল। সর্বশেষ আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে সাকিব আল হাসানের দল। সেই সময় সাকিবের নেতৃত্ব নিয়ে প্রশ্ন ওঠে। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে তাকে নেতৃত্বে অগ্নি পরীক্ষাই দিতে হবে। নয়তো বিকল্প অধিনায়কও ভেবে রেখেছে বিসিবি। সাকিবের সামনে শুরুতেই অপেক্ষা করছে টেস্ট চ্যালেঞ্জ। আফগান সিরিজের আগে ইনজুরিতে ছিটকে পড়া সেরা পেসার মোস্তাফিজুর রহমানকে তিনি দলে পাচ্ছেন না এবারো। নেই সৌম্য সরকার ও সাব্বির রহমানের মতো তরুণ প্রতিভারাও। সেই সঙ্গে নয়া কোচের সঙ্গে সাকিবের শুরুটা কেমন হয় তাও দেখার অপেক্ষায় ক্রিকেট ভক্তরা।
প্রধান কোচ ছাড়া এর মধ্যে দেশে ও বিদেশে দুটি দ্বি-পাক্ষিক সিরিজ ও একটি  টুর্নামেন্টে অংশ নেয় টাইগাররা। বছরের শুরুতেই প্রধান কোচ ছাড়া শ্রীলঙ্কা ও জিম্বাবুয়ের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে হার দেখে বাংলাদেশ। এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয় দল। সেবার টিম ডিরেক্টরের মোড়কে কোচের দায়িত্ব পালন করেছিলেন ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এরপর শ্রীলঙ্কাতে নিদাহাস ট্রফিতে দারুণভাবে ঘুরে দাঁড়ায় টাইগাররা। ভারপ্রাপ্ত কোচ হিসেবে সেবার দায়িত্ব পালন করেন কোর্টনি ওয়ালশ। সর্বশেষ এ মাসেই তার কোচিংয়ে আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে গিয়ে হোয়াইটওয়াশের লজ্জা নিয়ে ফেরে সাকিবের দল। ব্যাটিং-বোলিং ও ফিল্ডিং তিন বিভাগেই বাজে পারফরম্যান্সের নজির স্থাপন করে সাকিবের দল। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিবকেও যেন এ সিরিজে খুঁজে পাওয়া যায়নি। ব্যাটিং-বোলিংয়ে ব্যর্থতার সঙ্গে দলের নেতৃত্বেও তাকে বেশ অপরিপক্ব মনে হয়েছে। এ ব্যর্থতার জন্য অবশ্য প্রধান কোচের অভাবকেও বড় কারণ বলা হচ্ছে। সাকিব নিজেও স্বীকার করে নিয়েছেন একজন প্রধান কোচ ছাড়া সত্যি কঠিন ক্রিকেটের পথ চলা। তাই রোডসের জন্য মুখিয়ে আছে বাংলাদেশ ক্রিকেট দল।
অন্যদিকে রোডস মুখিয়ে আছেন টাইগারদের সঙ্গে কাজ শুরু করার জন্য। দুই বছরের জন্য চুক্তিবদ্ধ নতুন কোচের প্রথম অ্যাসাইনমেন্ট ওয়েস্ট ইন্ডিজ সফর। সোমবার ঢাকায় পৌঁছেন বাংলাদেশের দলের নতুন কোচ।  গতকাল সকালে বিসিবি কার্যালয়ে হাজির হন তিনি। পরে প্রধান কিউরেটর গামিনি ডি সিলভা ও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ম্যানেজার সাব্বির খান নতুন কোচকে ঘুরিয়ে দেখান স্টেডিয়ামের মূল মাঠ, উইকেট, ড্রেসিংরুম, ইনডোর, জিম, একাডেমি মাঠ। নতুন কর্মস্থল কেমন দেখলেন সে ব্যাপারে কোচের মন্তব্য অবশ্য জানা যায়নি। কারণ তিনি কথা বলতে রাজি হননি সংবাদমাধ্যমের সঙ্গে।
বাংলাদেশ টেস্ট দল
সাকিব আল হাসান (অধিনায়ক), মাহমুদুল্লাহ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, লিটন কুমার দাস, মুশফিকুর রহীম, মুমিনুল হক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, কামরুল ইসলাম রাব্বি, রুবেল হোসেন, নুরুল হাসান সোহান, আবু জায়েদ, নাজমুল হোসেন শান্ত, শফিউল ইসলাম।
স্ট্যান্ডবাই
ইয়াসিন আরাফাত, আবু হায়দার, নাঈম হাসান, মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status