বিশ্বজমিন

চীন সফরে কিম

মানবজমিন ডেস্ক

২০ জুন ২০১৮, বুধবার, ৯:১৬ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের সঙ্গে মাত্র এক সপ্তাহ আগে বৈঠকের পর এবার দু’দিনের সফরে চীনে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। এই সফরে ট্রাম্পের সঙ্গে অবরোধ ও প্রতিশ্রুতির বিষয়টি নিয়ে আলোচনা হতে পারে। বিশেষ করে কোরিয়া উপদ্বীপ অঞ্চলকে পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয় উঠে আসতে পারে কিমের আলোচনায়। এমনিতেই যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের চলছে বাণিজ্য যুদ্ধ। তার ওপর প্রেসিডেন্ট ট্রাম্প চীনা পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এ নিয়ে দু’দেশের মধ্যে বাণিজ্যিক ও রাজনৈতিক উত্তেজনা বৃদ্ধি পেতে পারে। এমন অবস্থায় কিম জং উনকে কী পরামর্শ দেয়া হবে তা আন্দাজ করা কঠিন। উত্তর কোরিয়ার একমাত্র অর্থনৈতিক মিত্র হলো চীন। তারা এরই মধ্যে ইঙ্গিত দিয়েছে যে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে আরোপিত অবরোধ শিথিল করা হতে পারে। ইতিমধ্যে পরবর্তী যৌথ সামরিক মহড়ার পরিকল্পনা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। সিঙ্গাপুর সামিটে কিম জং উনের কাছে যে কথা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প সেই অনুযায়ী এই পরিকল্পনা নেয়া হয়েছে। মার্চে যখন নতুন করে প্রেসিডেন্ট হিসেবে শি জিনপিং শপথ নিলেন তখনই প্রথম চীন সফরে গিয়েছিলেন কিম জং উন। সেই সফর নিয়ে বর্তমানের সফরসহ মোট তিন বার হচ্ছে তার চীন যাত্রা। কিম জং উনের চীন সফর নিয়ে রিপোর্ট করেছে চীনা রাষ্ট্রীয় মিডিয়া। তবে কী এজেন্ডায় এই সফর সে সম্পর্কে বিস্তারিত কিছু বলা হয়নি। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এতে বলা হয়, একটি ‘কমপ্রিহেনসিভ’ বা ব্যাপকভিত্তিক চুক্তিতে গত ১২ই জুন স্বাক্ষর করেন কিম জং উন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প। এতে বলা হয়, ওই বৈঠকে উত্তর কোরিয়া পারমাণবিক অস্ত্রমুক্ত করার বিষয়ে একমত হয়েছে। তারা দক্ষিণ কোরিয়ার সঙ্গে আলোচনায়ও একই প্রতিশ্রুতি দিয়েছিল। অনেক দিন ধরে উত্তর কোরিয়া ও চীন চাইছিল দীর্ঘদিনের যুদ্ধ যুদ্ধ খেলা বন্ধ হোক। এরই প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া স্থগিতে সম্মত হন ট্রাম্প। তবে দক্ষিণ কোরিয়া ও জাপানসহ এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যান্য বড় বড় মিত্র এই সামরিক মহড়ায় গুরুত্ব দিচ্ছে। তাদের মতে, এমন মহড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status